বিশুদ্ধ ঈমান সর্বোত্তম আমল: ঈমানের ওয়াসিলায় দু'আ করা
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৮:২৭ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহ বলেন-
الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِতাদের বৈশিষ্ট্য হলো- যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল এবং রাত্রির শেষাংশে ক্ষমাপ্রার্থী। (৩:১৭)
যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আমরা বিশ্বাস করেছি; অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করো এবং দোযখের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো।’ (সূরা আলে ইমরান, ৩:১৬)
আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলত, "হে আমাদের প্রতিপালক! আমরা বিশ্বাস করেছি; সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ও আমাদের উপর দয়া করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু"। ( সূরা মুমিনুন, ২৩:১০৯)
আল্লাহর প্রতি ঈমান আনা সর্বোত্তম আমল:
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে প্রশ্ন করা হল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেনঃ আল্লাহর প্রতি ঈমান আনা। (অপর বর্ণনায় আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান) আবার জিজ্ঞেস করা হল, তারপর কোনটি? তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হল, তারপর কোনটি? তিনি বললেন, ত্রুটিমুক্ত হাজ্জ (হজ্জ)। ( সহীহ বুখারী: ২৬, মুসলিম: ৮৩)
পুনশ্চ: আল্লাহর কাছে দু'আর সময় যে সকল বিষয়ে অসীলা করা যায়, তার মধ্যে সর্বোত্তম হলো, নিজের ঈমান ও আমলের অসীলা করা।
বিষয়: বিবিধ
৭৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খায়র
মন্তব্য করতে লগইন করুন