সুস্থতা ও অবসর: অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্থ (দুটি নিয়ামতকে কাজে লাগানোর ব্যাপারে)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১৩ জানুয়ারি, ২০১৯, ০১:০৬:৩৪ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইবনু ‘আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এমন দু’টি নিয়ামত আছে, যে দু’টোর ক্ষেত্রে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর।” (বুখারী)১
বিশ্লেষণ: আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামাতের মধ্যে "সুস্থতা ও অবসর" দুটি নিয়ামত, যাতে অধিকাংশ মানুষ উদাসিন ও ক্ষতিগ্রস্থ। কেননা তারা এ দুটি নিয়ামতকে যথাযথ কাজে লাগায় না। আল্লাহ বলেন-
"এরপর অবশ্যই সেদিন তোমরা "নিয়ামত' সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। (সূরা ১০২ তাকাসুর: ৮)
নেক আমল তথা পরকালীন মুক্তির জন্য যা করণীয়, তার জন্য দরকার ব্যস্ততা থেকে অবসর আর সুস্থ শরীর। ব্যস্ততা আর অসুস্থতা মানুষকে আল্লাহর ইবাদতে বাঁধাগ্রস্থ করে। তাই সময় থাকতেই-
এই দুই নিয়ামত- "সুস্থতা ও অবকাশ"কে কাজে লাগানোই হল সফলতার পথ।
আবূ বারযা আল-আসলামী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বান্দার পদদ্বয় (কিয়ামাত দিবসে) এতটুকুও সরবে না, যতক্ষণ পর্যন্ত তাকে এ কয়টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করা হবে- কিভাবে তার জীবনকালকে অতিবাহিত করেছে; তার অর্জিত জ্ঞান অনুযায়ী কী আমল করেছে; কোথা হতে তার ধন-সম্পদ উপার্জন করেছে ও কোন কোন খাতে ব্যয় করেছে এবং কী কী কাজে তার শরীর বিনাশ করেছে। (তিরমিযী:২৪১৭)২
আল্লাহ বলেন-
আর তোমরা যা কর, সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। (সূরা ১৬ নাহল:৯৩)
টিকা:
১.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ " .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এরূপ দুটি নিয়ামাত আছে যে ব্যাপারে বেশিরভাগ লোক ধোকায় নিপতিতঃ সুস্বাস্থ্য ও অবসর সময়।
(বুখারী: ৬০৪৯, আলমুসতাদরাক: ৭৯১৫, তিরমিযী: ২৩০৪, সুনানে বাইহাকী: ৬৩৮৮, সুনানে দারেমী: ২৭০৭, সুনানে ইবনে মাজাহ: ৪১৭০, মুসনাদে আহমাদ: ২৩৩৬)
২. তিরমিযী বর্ণিত হাদীসটি সহীহ। দ্রষ্টব্য: সহীহাহ :৯৪৬, তা’লীকুর রাগীব: (১/৭৬), রাওযুন নাযীর: ৬৪৮)
সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম দোয়েল
বিষয়: সাহিত্য
৬১৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন