পেরেশানী ও অভাব মুক্ত জীবনের জন্য করণীয়
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১০ অক্টোবর, ২০১৮, ০১:৫৭:২৪ রাত
পেরেশানী ও অভাব মুক্ত জীবনের জন্য করণীয়:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা বলেনঃ
হে আদম সন্তান! তুমি আমার ইবাদাতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এবং তোমার অভাব দূর করে দিব। তুমি তা না করলে আমি তোমার দুইহাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব-অনটন রহিত করবো না।
সূত্র: তিরমিযী: ২৪৬৬, ইবনে মাজাহ: ৪১০৭, আল মুসতাদরাক: ৩৭০৯ (হাদীসের মান সহীহ)
আল্লাহ বলেন-
যে ব্যক্তি পরলোকের ফসল কামনা করে, আমি তার জন্য পরলোকের ফসল বর্ধিত করে দিই এবং যে কেউ ইহলোকের ফসল কামনা করে, আমি তাকে তারই কিছু দিই, আর পরলোকে এদের জন্য কোন অংশ থাকবে না। (সূরা শূরা ৪২: ২০)
"যারা বিশ্বাসী হয়ে পরলোক কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদেরই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে।" (সূরা ইসরা ১৭:১৯)
সামসুল আলম
বিষয়: বিবিধ
৬৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন