রাতের আঁধারে মসজিদে যাওয়া তথা ফযর ও এশার সালাত জামাতে আদায়ের ফযিলত (দরসে হাদীস)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ৩১ জানুয়ারি, ২০১৮, ০২:৫৬:৫৫ রাত

বিসমিল্লাহির রাহমানির রাহীম

عَنْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَشِّرِ المَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى المَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ القِيَامَةِ»،

বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: যারা রাতের আঁধারে মসজিদে বেশি বেশি যাতায়াত করে তাদেরকে কিয়ামত দিবসের পরিপূর্ণ নূরের খোশ খবরী দিয়ে দাও।

সূত্র: তিরমিযী:২২৩, আবু দাউদ:৫৬১, সুনানে ইবনু মাজাহ ৭৭৯-৭৮১

আলোচ্য হাদীসটিতে ফযর ও ইশার সালাতের ফযিলত বর্ণিত হয়েছে। যেমন অন্য এক হাদীসে এসেছে-

عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ شَهِدَ الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ قِيَامُ نِصْفِ لَيْلَةٍ وَمَنْ صَلَّى الْعِشَاءَ وَالْفَجْرَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ كَقِيَامِ لَيْلَةٍ ‏"

উছমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইশার জামা'আতে হাজির হতে পারবে সে অর্ধ রত্রির সালাত আদায়ের ছওয়াব পাবে। আর যে ব্যক্তি ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায় করব সে পূর্ণ রত্রি সালাত আদায়ের ছওয়াব পাবে।

সূত্র: তিরমিজী: ২২১,মুছান্নাফে আব্দুর রাজ্জাক:২০০৮,আবু দাউদ: ৫৫৫,

মুসলিমের বর্ণনায় এসেছে-"যে ব্যক্তি ইশার সালাত জামা'আতে আদায় করবে সে অর্ধ রত্রির সালাত আদায়ের ছওয়াব পাবে। আর যে ব্যক্তি ফজরের সালাত জামা'আতে আদায় করব সে পূর্ণ রত্রি সালাত আদায়ের ছওয়াব পাবে।"

(সুনানুল কুবরা লিল বাইহাকী:২১০৯,৪৮৪৮; মুসলিম:৬৫৬, সহহ ইবনু খুযাইমাহ:১৪৭৩. দারেমী:১২২৪ম মুওয়াত্তা ইমাম মালিক:২৯৭)

আল্লাহ বলেন-

أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَىٰ غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ۖ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا

সূর্য হেলে পড়বার পর হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত নামায কায়েম করো এবং (কায়েম করো) ফজরের কুরআন (নামায); নিশ্চয়ই ফজরের কুরআন (নামায) পরিলক্ষিত হয় বিশেষভাবে। (সূরা ১৭ ইসরা:৭৮)



ফযরের সালাতের ফযিলত সম্পর্কে হাদীস:

عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ ‏

জুনদুব ইবনু সুফইান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে আল্লাহর দায়িত্বে থাকবে। সুতরাং তোমরা কেউ আল্লাহর দায়িত্বের বিষয়ে বিশ্বাস ভঙ্গ করো না।

(তিরমিযী:২২২, সুনানুল কুবরা লিল বাইহাকী:২১১০;২১১১, মুসলিম:৬৫৭ , মুসনাদে আহমাদ:১৮৩২৬,মু'জামুল কাবীর)

ফযরের দুই রাকাত সুন্নাত সম্পর্কে রাসূলুল্লাহ সা. বলেন-

رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا

"ফযরের দুই রাক'আত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে, সবকিছু থেকে উত্তম।" (সহীহ মুসলিম:৭২৫)

বিষয়: বিবিধ

৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File