জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি (দরসে হাদীস)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১৯ জানুয়ারি, ২০১৮, ০২:৩৭:৫৫ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহীম
জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি: আবু তালেবকে আগুনের দুটি জুতা পরানো হবে (দরসে হাদীস)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَدْنَى أَهْلِ النَّارِ عَذَابًا يَنْتَعِلُ بِنَعْلَيْنِ مِنْ نَارٍ يَغْلِي دِمَاغُهُ مِنْ حَرَارَةِ نَعْلَيْهِ " .
বাংলা: আবূ সাঈদ খুদরি (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: জাহান্নামের সবচেয়ে কম আযাব সে ব্যাক্তির হবে, যাকে আগুনের দুটি জুতা পরানো হবে, ফলে এই দুটির কারণে তার মগজ উথলাতে থাকবে।
(সূত্র: সহীহ মুসলিম, ঈমান অধ্যায়:২১১; মুসনাদে ইবনে আবি শাইবাহ: ৪৯৭৮)
আলোচনা: জাহান্নামের সহজ শাস্তি সম্পর্কে তিন ধরণের বক্তব্য পাওয়া যায়। ১. আগুনের জুতা পরানো, ২. পায়ের তলায় আগুনের অঙ্গার রাখা হবে ৩. জাহান্নামের উপড়িভাগে থাকা যাতে শুধু পায়ের গোড়ালি পৌছে; আর এতেই মাথার মগজ ফুটতে থাকবে।
আলোচ্য হাদীসটি মুসনাদে আহমাদ ও আল মুসতাদরাকে এসেছে এই শব্দে- أهون أهل النار عذابا رجل في رجليه نعلان يغلي منهما دماغه "দোযখের সহজ শাস্তি হলো, আগুনের দুটি জুতা পরিয়ে দেয়া হবে তাতেই মস্তিষ্ক ফুটতে থাকবে।"
(সূত্র: মুসনাদে আহমাদ:১০৭১৬, আল মুসতাদরাক আলাস সহীহাইন (হাকেম):৮৭৭৩)
জাহান্নামে সবচেয়ে কম এই সাজা দেয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে। যেমন হাদীসে এসেছে-
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَهْوَنُ أَهْلِ النَّارِ عَذَابًا أَبُو طَالِبٍ وَهُوَ مُنْتَعِلٌ بِنَعْلَيْنِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ " .
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (চির) জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে আবূ তালিবের। তাকে দুটি (আগুনের) জুতা পরিয়ে দেয়া হবে, ফলে এ দুটির কারণে তার মগজ পর্যন্ত উথলাতে থাকবে। (সহীহ মুসলিম:২১২, আল মুসতাদরাক (হাকেম):৮৭৭৪, মুসনাদে আহমাদ:২৬৩১)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذُكِرَ عِنْدَهُ عَمُّهُ أَبُو طَالِبٍ فَقَالَ " لَعَلَّهُ تَنْفَعُهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ فَيُجْعَلُ فِي ضَحْضَاحٍ مِنْ نَارٍ يَبْلُغُ كَعْبَيْهِ يَغْلِي مِنْهُ دِمَاغُهُ " .অপর হাদীসে ভাষাটি এই রকম-
আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাঁর চাচা আবূ তালিবের কথা আলোচিত হলে তিনি বলেনঃ কিয়ামত দিবসে তাঁর ব্যাপারে আমার সুপারিশ কাজে আসবে বলে আশা রয়েছে। তাঁকে জাহান্নামের উপরিভাগে এমনভাবে রাখা হবে যে, আগুন তার পায়ের গিরা পর্যন্ত পৌছবে; এতেই তার মগজ উথ্লাতে থাকবে। (বুখারী: ৩৬৭২;মুসলিম:২১০)
আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহ! আবূ তালিব তো আপনার হিফাযত করতেন, আপনাকে সাহায্য করতেন এবং আপনার পক্ষ হয়ে (অন্যের প্রতি) রাগ করতেন। তার এই কর্ম তার কি কোনো উপকারে এসেছে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেনঃ হ্যাঁ। আমি তাকে জাহান্নামের গভীরে পেয়েছিলাম এবং সেখান থেকে (তার পায়ের) গ্রন্থি পর্যন্ত বের করে নিয়ে এসেছি। (বুখারী: ৫৮৫৫, মুসলিম: ২০৯)
আগুনের অঙ্গার:
سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَخْطُبُ وَهْوَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَرَجُلٌ تُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ " .
নুমান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, কিয়ামত দিবসে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে ঐ ব্যাক্তির, যার দুপায়ের তলায় দুটি (জ্বলন্ত) অঙ্গার রাখা হবে, যার কারণে তার মগজ উথলাতে থাকবে। (বুখারী: ৬১৯৪, মুসলিম: ২১৩, তিরমিযী:২৬০৪; বুখারীতে একবচনে এসেছে جمرة (অঙ্গার): ৬১৯৩, হাকেম:৮৭৭১)
অপর হাদীসে বলা হয়েছে- "আর তার অনুভব হবে যে, সে-ই বুঝি সর্বাপেক্ষা বেশি শান্তি ভোগ করছে; অথচ এটি হচ্ছে সবচেয়ে হালকা আযাব।" (সহীহ মুসলিম:২১৩)
আল্লাহ আমাদের হিসেবকে সহজ করে দিন। হে আল্লাহ! তোমার জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি!! আমীন!!
সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম দোয়েল
বিষয়: সাহিত্য
৫৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন