ফেতনার সময় ঘরে অবস্থান ও বেশি বেশি নেকী করা (দরসে হাদীস)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৬ নভেম্বর, ২০১৭, ০৪:০২:০৯ রাত

ফেতনার সময় ঘরে অবস্থান ও বেশি বেশি নেকী করা (দরসে হাদীস)

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏ "‏ بادروا بالأعمال فتناً كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافراً ويمسي مؤمنا ويصبح كافراً، يبيع دينه بعرض من الدنيا‏"‏

বাংলানুবাদ:

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: "তোমরা অন্ধকার রাতের টুকরো সমূহের মত ফিতনাসমূহ আসার পূর্বেই তোমরা সৎ আমালের দিকে ধাবিত হও। মানুষ সে সময়ে সকালে মু’মিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মু’মিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে। নিজের দ্বীনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করবে।"

(সূত্র: মুসলিম: ১১৮, তিরমিযী: ২১৯৫, আহমাদ: ৭৯৭০, ৮৬৩১, ৮৮২৯, মু'জামুল আওসাত:২৭৯৫)

আল্লাহ বলেন-

وَسَارِعُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ أُعِدَّتۡ لِلۡمُتَّقِينَ ١٣٣ ﴾ [ال عمران: ١٣٣]

অর্থাৎ “তোমরা প্রতিযোগিতা (ত্বরা) করো, তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশ্তের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।” (সূরা আলে ইমরান: ১৩৩)



উম্মতের মাঝে ফিতনা বলতে সাধারণত ক্ষমতার দ্বন্দ্ব বা পারস্পরিক লড়াই-বিবাদকে বুঝায়। রাসূলুল্লাহ সা. আমাদের ফিতনার সময় কী করণীয় তাও বলে গিয়েছেন; তখন আমাদের জন্য উচিত হবে ক্ষমতার লড়াইয়ে নিজকে না জড়ানো আর বেশি বেশি নেক আমল করা। ঘর বা আবাসস্থলই হবে নিজের কেন্দ্রবিন্দু। খেয়াল রাখতে হবে, আমরা যেন পার্থিব স্বার্থে দ্বীন(ঈমান-আমল)কে ব্যবহার না করি। কেননা তা হবে নিজের দ্বীনকে বিক্রি করে দেয়া।

অন্য বর্ণনায় এসেছে-

আবূ কাবশাহ (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ মূসা (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই তোমাদের সামনে অন্ধকার রাতের টুকরার ন্যায় একের পর এক বিপদ আসতে থাকবে। সেই বিপদের সময় সকালবেলা যে ব্যক্তি ঈমানদার ছিলো, বিকেলবেলা সে কাফির হয়ে যাবে, আর সন্ধ্যাবেলা যে লোকটি ঈমানদার ছিলো, সকালে সে কাফির হয়ে যাবে। সে সময়ের বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চাইতে উত্তম হবে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি হেঁটে চলা ব্যক্তির চাইতে উত্তম এবং হেঁটে চলা ব্যক্তি দৌড়ে চলা ব্যক্তির চাইতে উত্তম হবে। লোকজন বললো, আপনি আমাদের কি করতে আদেশ দিচ্ছেন? তিনি বললেন, তোমরা তোমাদের ঘরের পর্দার ন্যায় হয়ে যাও (বের হয়ো না)। (আবু দাউদ:৪২৬২)

আল্লাহ বলেন-
"মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়। আর উপদেশ দেয় ধৈর্য ধারণের।(সূরা ১০৩ আসর:২-৩)



আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তাওফিক দিন, আমীন!!

সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম দোয়েল

বিষয়: বিবিধ

৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File