পীর ধরার অকাট্য দলীল: মগজ ধোলাই ও সংশোধন (চতুর্থ পর্ব)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১০ মার্চ, ২০১৭, ০২:২৭:০৮ রাত
৪. পীর ধরার ৪ নং অকাট্য দলীল: আল্লাহ বলেন-
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ - صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
বাংলা: আমাদেরকে সরল পথ দেখাও; তাদের পথ -- যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। (সূরা ১ ফাতিহা:৬-৭)
এখানে নেয়ামতপ্রাপ্ত বলতে নাকি পীর-মাশায়েখ বুঝানো হয়েছে। আসুন দেখি তাফসীর কী বলে!
তাফসীর: ইবনে কাসীর (রহ.) বলেন, তারা ঐ সকল যাদের আলোচনা এসেছে সূরা নিসাতে-
‘‘আর যে কেউ আল্লাহ এবং রসূলের আনুগত্য করবে (শেষ বিচারের দিন) সে তাদের সঙ্গী হবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন; অর্থাৎ নবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীলগণ। আর সঙ্গী হিসাবে এরা অতি উত্তম।।’’ (সূরা ৪ নিসা: ৬৯)পুরস্কারপ্রাপ্ত এই লোকদের পথ হল আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্যের পথ, অন্য কোন পথ নয়।
ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা এসেছে, যারা আল্লাহর আনুগত্য ও ইবাদতে তার অনুগ্রহপ্রাপ্ত- ফেরেশতা, নবীগণ, সিদ্দীক, শহীদগণ ও সালেহীন বা সৎকর্মপরায়ণ বান্দাহর মধ্য থেকে।
কারো মতে, এর উদ্দেশ্য হলো, নবীগণ, কারো মতে, মুমীন-মুসলমান। কারো মতে, তারা হলেন নবী সা. ও তার সাহাবী অথবা রাসুলুল্লাহর সাহাবী ও তার আহলে বাইত। (তাবারী, কুরতবী, বাগাভী, ইবনে কাসীর)
এখানে পীর,শায়খ, বুজুর্গদের বলা হয় নি বরং বলা হচ্ছে, নেয়ামতপ্রাপ্ত বান্দাহদের পথ তথা সীরাতে মুস্তাকীম তথা ইসলামের পথ তথা সুন্নাহর পথ।
আল্লাহ আমাদের সরল সঠিক সীরাতে মুস্তাকিমের উপর চলার তাওফিক দান করুন। আমীন!!
বিষয়: বিবিধ
৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন