পীর ধরার ৩ নং অকাট্য দলীল: (মগজধোলাই ও সংশোধন: ৩য় পর্ব)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৯ মার্চ, ২০১৭, ০২:২৪:১০ রাত

৩. পীর ধরার ৩ নং অকাট্য দলীল:

وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ

বাংলা অর্থঃ'যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে'(সূরা আল লুকমান এর ১৫ নং আয়াতের অংশ)

এর অর্থ এক পীরের বইতে- অর্থঃ'আমার দিকে যে ব্যক্তি রুজু হয়েছে অর্থাত্ আমাকে যে পেয়েছে,জেনেছে এবং আমাকে চেনার কায়দা জানে তাকে পুঙ্খানুপুঙ্খ রুপে অনুসরণ করে মেনে, সে যেমন চলে তেমন চল,যেমন করে তেমন কর,যেমন বলে তেমন বল,সোজা কথায় তার হাতে একটা মরা মানুষ হও । যে ভাবে নাড়ে তেমন নড় নিজের বুদ্ধিকে বিক্রয় করে দাও'(সূরা আল লোকমান এর ১৫ নং আয়াতের অংশ)দ্রষ্টব্য:"পীর ধরার অকাট্য দলীল"লেখক: আযহারুল ইসলাম(মানিকগন্জ-এর পীর)]

এখন আমরা দেখব পূর্ববতী এবং সত্যযুগের তাফসীরে এই সম্পর্কে কী বলা হয়েছে- প্রথমত পুরো আয়াতের অর্থ-

"তোমার পিতা-মাতা যদি তোমাকে আমার অংশী করতে পীড়াপীড়ি করে, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মান্য করো না, তবে পৃথিবীতে তাদের সঙ্গে সদভাবে বসবাস কর এবং যে ব্যক্তি আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন কর, অতঃপর আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে অবহিত করব। (৩১:১৫)



তাফসীর:'যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করো' এর অর্থ হলো- তার পথ গ্রহণ করো যে শিরক থেকে তাওবা করে এবং ইসলামে ফিরে আসে, এবং মুহাম্মাদ (সা)-এর অনুসরন করো (তাবারী)

"যে আমার অভিমুখী হয়"-এর মানে হলো- মুমিনগণ (ইবনে কাসীর)

যারা আনুগত্যে আল্লাহর নিকটবর্তী তথা নবী সা. ও সাহাবীদের পথ অনুসরণ (বাগাবী,কুরতবী)

আয়াতের ধারাবাহিকতা ও প্রথমাংশের দ্বারা এটাই বুঝা যায় যে, পিতা-মাতা ইসলামী শরীয়াহর বিপরীত কিছু দাবি করলে বা আদেশ করলে তাদের আনুগত্য করা যাবে না, বরং রাসূলুল্লাহ সা.-এর তরীকার অনুসরণ করতে হবে। ঠিক তেমনি, যে কোনো ক্ষমতাধর বা পীরও যদি শরীয়া বিরোধী হুকুম করে তার অনুসরণ করা যাবে না। সুতরাং অন্ধভাবে কাউকে মানা যাবে কেমন করে?



আল্লাহ আমাদের হেদায়াতের সঠিক বুঝ দান করুন ও সীরাতে মুস্তাকিমের উপর রাখুন। তারপর শুয়াইব আ. এর ভাষায় বলতে পারি-

وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ

আমি তাঁরই উপর ভরসা রাখি এবং আমি তাঁরই অভিমুখী।(১১:৮৮)

বিষয়: বিবিধ

৭৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File