ব্যবসায় সততা ও আমানতদারীতা

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৫৬:১৩ রাত

আমার এক মামা সম্পর্কীয় পরিচিতজন বৈশাখীমেলায় যৌথভাবে তরমুজের ব্যবসায় নেমেছিলেন। ময়মনসিংহ থেকে ট্রাকে করে এনে পাশাপশি দুটো মেলায় মোট চারদিনের দোকানদারী। মেলার পর মামাকে জিগ্যেস করেছিলাম, ব্যবসা কেমন হলো? লাভ কী রকম? মামা আমাকে হতাশ কন্ঠে বললেন-

লাভ হয় নি, জনপ্রতি হাজারখানেক টাকা লস।

যতটা হতাশ হওয়ার কথা, মুখের অভিব্যক্তিতে ততটা না হওয়াতে বলে ফেললাম, তাতে মনে হয় আপনার তেমন একটা ক্ষতি হয় নি?

না ভাগ্নে! আসলে লোকসানের একহাজার বাদ দিয়েও পকেটে আরো দুই হাজার প্রফিট জমা হয়েছে। আমি তো টাসকি খেয়ে চোখ বড় করে ফেললাম-

মানে?

তারপর মামা যা বললেন তার সার-সংক্ষেপ হলো- চারজনে মিলে এই ব্যবসায় নামেন। মেলায় ছয়টা পজিশনে তরমুজ বিক্রি করা হয়, চারজনের সাথে আরো দুইজন সেলসম্যান নিয়ে। প্রত্যেকেই বিক্রির কিছু অংশ পকেটে ভরে ফেলেন এই চিন্তায় যে, পরে যেন লোকসান গুণতে না হয়। তাছাড়া, সবারই আত্মীয়, পরিজনদের কাছে বিনামূল্যে তরমুজ বিলি হয়। সুতরাং যাদের মালিকেরা অস‌ৎ হয় তাদের কর্মচারীরা কেমন হবে?

ফল দাড়ালো এই যে, মেলার পর বেচাকেনার হিসাব কষে দেখা গেল চার হাজার টাকা লস(জনপ্রতি হাজার)। যেহেতু সবাই পকেটে কম-বেশি দুই-তিনহাজার করে আগেই ঢুকিয়েছিলেন সেহেতু কারোই জরিমানা গুণতে হয় নি।

সুন্দর ও হালাল একটা ব্যবসাকে নিজেদের অসৎ মন মানুসিকতার কারণে হারাম করে ফেলা হলো। যৌথ ব্যবসায় প্রথমত সবারই সততা, জবাবদিহিতা ও সর্বোপরি স্বচ্ছতা থাকার কথা ছিল অথচ পরস্পরের প্রতি বিশ্বাসহীনতা ও সন্দেহের কারণে সবাই চৌর্যবৃত্তিতে নেমে পড়ে। যৌথ ব্যবসা করতে গেলে পরস্পরে আগেই সবকিছু ঠিক করে নিতে হয় এবং লিখিত রাখতে হয় স্বচ্ছতার জন্য।

ব্যবসায় সততা:

আল্লাহ বলেন-

“তোমরা একে অপরের ধনসম্পদ অবৈধ উপায়ে আত্মসাৎ করো না। পারস্পরিক সম্মতিতে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে মুনাফা অর্জন করো”। [সূরা আন-নিসা, আয়াত: ২৯]

“তোমরা সত্যের সঙ্গে অসত্যের মিশ্রণ ঘটাবে না। জেনেশুনে সত্য গোপন করো না”।[সূরা আল- বাকারা, আয়াত: ৪২

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:‘সত্যবাদী আমানতদার ব্যবসায়ী ক্বিয়ামতের দিন নবী, ছিদ্দীক্ব এবং শহীদগণের সাথে থাকবে’। [তিরমিযী, হা/১২০৯]

তিনি আরো বলেন-

‘ক্বিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থিত হবে। তবে যারা আল্লাহকে ভয় করবে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত’। [তিরমিযী, হা/১২১০; ইবনু মাজাহ হা/২১৪৬]

আমানতদারিতা:

আল্লাহ বলেন-

“নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে”। [সূরা আন-নিসা, আয়াত: ৫৮]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“যার মধ্যে আমানতদারীতা নেই তার ঈমান নেই”।[মুসনাদে আহমাদ]

তিনি আরো বলেন-

নিশ্চয়ই যে প্রতারণা করে সে আমার উম্মত নয়’। (মুসলিম; মিশকাত হা/২৮৬০)

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382041
২৮ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের দেশে যেীথ উদ্যোগের বেশিরভাগ ব্যবসাই এমন মানসিকতার জন্য নষ্ট হয়।
382070
০২ মার্চ ২০১৭ বিকাল ০৫:৩৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ সুন্দর উদাহরন দিয়েছেন। মানুষের আমানতদারিতা নষ্ট হয়ে গেছে। শেষ জামানা বলে কথা। জাযাকুমুল্লাহ্
০৬ মার্চ ২০১৭ রাত ১০:১৬
315911
সামসুল আলম দোয়েল লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম...উদাহরণ তবে তা জীবন থেকে নেয়া। ঘটনাটা কোনো গল্প নয়, সত্য। আল্লাহ আপনার কল্যাণ দান করুন দুই জাহানে। পড়ার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File