মৃতব্যক্তির সম্মানহানী বা লাশের অমর্যাদা না করা

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ০২:৩৮:৫৯ রাত

মৃতব্যক্তির সম্মানহানী বা লাশের অমর্যাদা না করা:

কোন মুসলমানের জন্য কখনো শোভনীয় নয় এমন কিছু করা যাতে অপর কোন মুসলমান কষ্ট পায়। মুসলমান কখনো কোনো ফালতু কাজ করা বা কথা বলতে পারে না। সুতরাং কেউ মারা গেলে অযথা তার সম্পর্কে বিরূপ কিছু বলা, মৃতব্যক্তির সম্মানহানীকর কিছু করা শোভনীয় নয়। সে মুমিন হৌক আর কাফির হৌক, কেননা সে তার আসল স্থানে পৌছে গেছে, আর আমরা সেই আসল ঠিকানাটা জানি না।

বরং প্রতিটি মৃত্যুই আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের পরকালকে স্মরণ করে দেয়। যেমন রাসূল সা. বলেছেন- (ইয়াহুদীর জানাযা দেখে দাঁড়ানো প্রসঙ্গে) "মৃত্যু হল ভীতিকর ব্যাপার।" (মুসলিম ২০৯৩)



আবদুর রাহমান ইবনু আবূ লায়লা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহ্‌ল ইবনু হুনাইফ ও কায়স ইবনু সা’দ (রাঃ) কাদেসিয়াতে বসাছিলেন, তখন লোকেরা তাঁদের সামনে দিয়ে একটি জানাযা নিয়ে যাচ্ছিল। (তা দেখে) তাঁরা দাঁড়িয়ে গেলেন। তখন তাঁদের বলা হল, এটাতো এ দেশীয় জিম্মী ব্যাক্তির (অমুসলিম সংখ্যালঘু) এর জানাযা। তখন তাঁরা বললেন, (একবার) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে একটি জানাযা যাচ্ছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলে তাঁকে বলা হল, এটা তো একইয়াহূদীর জানাযা। তিনি এরশাদ করলেনঃ সে কি মানুষ নয়? (বুখারী ১২৩৪, মুসলিম ২০৯৬)

ইবনে উমার (রা) থেকে, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুমিন কখনো অভিসম্পাদকারী হয় না। সুনানে তিরমিযি-২০৮৮ নং হাদীস।



অন্য বর্ণনায়, মুমিনদের জন্য শোভনীয় নয় বা বৈধ নয় অভিশাপকারী হওয়া। (আদাবুল মুফরাদ:৩০৯, মুসতাদরাক আলাস সহীহাইন ১৫২, সিলসিলাতুস সাহীহাহ: ৬/২৮২)সালিম ইবনে আবদুল্লাহ (রহঃ) বলেন, আমি আবদুল্লাহ (রাঃ)-কে কখনো কাউকে অভিশাপ দিতে শুনিনি, মানুষকেও নয়।

রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা পরষ্পরে আল্লাহর লা’নত, তার গজব ও জাহান্নামের অভিশাপ দিবে না। সুনানে তিরমিযি-১৯৮৬

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন-

তোমরা মৃতদের গালি দিও না। কারণ এতে তার পরিবারের লোকজনের মনে কষ্ট হয়। ' (আহমদ, তিরমিজি)

এই হাদীসের মাধ্যমে কোনো বদকার মুমিনকেও গালি দিতে বা তার সম্পর্কে খারাপ কথা বলতে নিষেধ করা হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেন, 'তোমরা তোমাদের মৃতদের দোষ-ত্রুটি নিয়ে আলোচনা করো না। বরং তাদের ভালো বিষয়গুলো আলোচনা করো। ' (তিরমিজি ৩/২৩৮)

কাফিরদের জন্য "লা'নাতুলল্লাহ বা ফি নারী জাহান্নাম" ইত্যাদি বলা:

কাফিরদের মুত্যুর পর এই ধরণের কিছু বলা রাসূল সা. বা সাহাবী থেকে প্রমাণিত নয়; সুতরাং কোনো মুমিনের জন্য এইগুলো বলা শোভনীয় নয়।

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381798
১২ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর বলেছেন। আসলে এখন মানুষের মধ্যে এমন ত্রিব্র ঘৃনার সৃষ্টি হয়েছে যে আমরা ইসলামি আচরন ও ভূলে যাচ্ছি।
১২ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:১৭
315670
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কারোও মৃত্যুতে উল্লাসিত হওয়ার শিক্ষা ইসলাম দেয়না। আবেগী হয়ে ইসলাম বিরোধী কাজ না করাই উত্তম...
ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File