আসুন নিজেকে সংশোধন করি-৩ (মিতব্যয়িতা)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৭ জুন, ২০১৬, ০৯:৪৫:২০ রাত

চলছে সিয়াম সাধনার মাস রমাদান। আমাদের কৃচ্ছতা, সংযম, মিতব্যয়িতার শিক্ষা গ্রহণের মাস! অথচ আজ মুসলমানেরা এই মাসেই সব চেয়ে বেশি ব্যয় করে। যেখানে নিত্যপণ্যের দাম একদম পড়ে যাওয়ার কথা, সায়েমের মিতব্যয়ীতায়। সেখানে উলটো অসাধু ব্যবসায়ীরা জনগণের ব্যাপক চাহিদার কারণে নিত্যদিনই দাম বাড়িয়ে চলছে। আমরাই তাদের সুযোগ করে দিচ্ছি। আসুন এই মাসেই মিতব্যায়িতার শিক্ষা নিয়ে (পানাহারে অতিরিক্ত বা বাড়াবাড়ি না করে) গরীবের পাশে দাঁড়াই।

মহান তাআ'লা বলেন:-!

"আত্নীয়-স্বজনকে তার হক দান কর এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। এবং কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।" (সূরা ১৭ ইসরা: ২৬-২৭)



বৈধপথে অতিরিক্ত ব্যয় এবং অবৈধপথে ব্যয় করা দুটোই এই তাবযীর(تبذير)এর অন্তর্ভুক্ত।



আল্লাহ আরো বলেন-

"খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। (সূরা ৭ আরাফ: ৩১)

"এবং অপব্যয় করো না। নিশ্চয় তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।" (সূরা ৬ আনআম: ১৪১)



আরবি اسراف ইসরাফ এর অর্থ হলো,বাড়াবাড়ি, বাহুল্য, মাত্রাধিক্য,অমিতাচার সীমালঙ্ঘন,অমিতব্যয়িতা, অপব্যয় করা,বিলাসিতা।

ইমাম ইবনে কাসীর বলেন,( সূরা আনআ'মের এই আয়াতের তাফসীরে) আয়াতের পূর্বাপর প্রসঙ্গ থেকে এ অর্থই সঠিক বলে মনে হচ্ছে যে, পানাহারের ব্যাপারে বাড়াবাড়ি করো না। কেননা, অতি ভোজনে জ্ঞান-বুদ্ধি ও স্বাস্থ্য উভয়ের জন্যই ক্ষতিকর। ‘ইসরাফ’-এর এই সমস্ত অর্থই সব সব স্থানে সঠিক। কাজেই সমস্ত অর্থই উদ্দেশ্য হতে পারে।

অন্যান্য বহু জায়গায় আল্লাহ তাআলা পানাহারের ব্যাপারে অপচয় করতে যে নিষেধ করেছেন, তা থেকে এ কথা পরিষ্কার হয়ে যায় যে, পানাহারের ব্যাপারেও মধ্যমপন্থা অবলম্বন করা জরুরী এবং তার ব্যতিক্রম করা আল্লাহর অবাধ্যতা বলে গণ্য হয়। বর্তমানে মুসলিমরা অপচয় করাকে নিজেদের ধন-সম্পদ প্রকাশ করার নিদর্শন বানিয়ে নিয়েছে।

আল্লাহ আমাদের কল্যাণের পথে ফিরে আসার তাওফিক দিন। আমীন!!

কিছু তথ্য:

৭টি আয়াতে الْمُسْرِفِينَ শব্দ এসেছে। দুটি আয়াতে বলা হয়েছে, আল্লাহ সীমালঙ্ঘনকারী/অপচয়কারীদের ভালোবাসেন না, আর একটি আয়াতে বলা হয়েছে, সীমালঙ্ঘনকারীর ঠিকানা নরক।(৪০:৪৩)

اسراف: এই শব্দটি কুরআনে দুই আয়াতে এসেছে। (৩: ১৪৭; ৪:৬)

تبذير এসেছে একটি আয়াতে।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371294
০৭ জুন ২০১৬ রাত ০৯:৫২
ফারদিন ইসলাম লিখেছেন : খুব ভালো কথা আমরা নিজেরাও পালন করি !
০৭ জুন ২০১৬ রাত ০৯:৫৬
308075
সামসুল আলম দোয়েল লিখেছেন : নিজেকে দিয়েই শুরু করতে হয় সংশোধনের কাজ। আমি শুরু করছি, আপনিও করুন.. এভাবেই একদিন দেখা যাবে রমাদান এসেছে আর খাদ্য-দ্রব্য আর ভোগ-পণ্যের দাম এতো কমে গেছে যে, ব্যবসায়ীর মাথায় হাত!!!!Applause
ধন্যবাদ।
371322
০৮ জুন ২০১৬ রাত ০১:৩০
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ।
371329
০৮ জুন ২০১৬ রাত ০১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File