আসুন নিজেকে সংশোধন করি-১
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৫ জুন, ২০১৬, ০১:২৭:১৪ রাত
রমাদান মাস আমাদের মাঝে উপস্থিত। এ মাসে সিয়াম/রোযা রাখা আমাদের উপর ফরয করা হয়েছে। আমরা সবাই রোযা না রাখলেও অনেকেই (সারা বছর অপেক্ষায় থেকে) এই মাসে রোযা রাখবো নামায পড়বো; মসজিদ সরগরম করে রাখবো। রাতে তারাবীহ পড়বো, ইফতার মাহফিল হবে কিন্ত সবার আগের ধান্ধাই রয়ে যাবে একটু অন্য রকম ভাবে।
যারা মিথ্যা বলে অভ্যস্ত তারা মিথ্যা বলবে, কেউ অশ্লীলভাষা ব্যবহার করবে। কেউ মিথ্যা সাক্ষ্য দেবে, কেউ ব্যবসায় মিথ্যার আশ্রয় নেবে....
অথচ -
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-যে ব্যক্তি রোযা রাখার পরও মিথ্যা বলা ও খারাপ কাজ বর্জন করেনি, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই। (সহীহ বুখারী, ৩য় খণ্ড, হাদীস নং ১৯০৩)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘‘নিশ্চয় সত্য পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ (অবিরত) সত্য বলতে থাকে। শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লিখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ (সর্বদা) মিথ্যা বলতে থাকে, শেষ অবধি আল্লাহর নিকটে তাকে মহা মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়।’’ (বুখারী ৬০৯৪, মুসলিম ২৬০৬, ২৬০৭)
তিনি আরো বলেন-
‘‘তুমি ঐ জিনিস পরিত্যাগ কর, যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে এবং তা গ্রহণ কর যাতে তোমার সন্দেহ নেই। কেননা, সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা সন্দেহের কারণ।’’[তিরমিযী ২৫১৮, নাসায়ী ৫৭১১, আহমাদ ২৭৮১৯, দারেমী ২৫৩২]
আসুন এই বরকত মাসে, গোনাহ মাফের মাসে একটি সঠিক সিদ্ধান্ত নিই। এতো কাল এতো সময় যা-ই করেছি--- আর মিথ্যা বলব না, মিথ্যার আশ্রয় নেবো না, মিথ্যা সাক্ষ্য দেবো না। সব সময় সত্যের সাথে থাকবো, সত্যবাদীদের সাথে থাকবো।
আল্লাহ বলেন- হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গী হও।[সূরা ৯ তাওবা: ১১৯]
বিষয়: বিবিধ
১৫৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
এর মাঝে শুরু হয়েছে কোপা স্পেশাল আর দিন কয়েক বাদে ইউরো ২০১৬ - পুরাই মাথানষ্ট ।
মন্তব্য করতে লগইন করুন