প্রচলিত সামাজিক ব্যাধি ৪র্থ পর্ব ( দু' মুখো স্বভাব )
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৪ মার্চ, ২০১৬, ০১:৪৫:০৯ রাত
বর্তমান সমাজে আরেকটি জঘন্য ব্যাধি হচ্ছে-দু'মুখো নীতি বা স্বভাব (একেক জনের কাছে একেক রকম কথা বলা)। কিছু মানুষ আছে সব সময় এই কাজটি করে থাকে। কেউ কেউ মানুষের মাঝে, ভাইয়ে-ভাইয়ে, স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বাঁধানোর জন্য ইচ্ছাকৃত এই রকম জঘন্য কবীরাহ গোনাহ করে থাকে। সমাজের ভিতর পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ বিনষ্টকারী এই জঘন্য অপরাধের ব্যাপারে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।নি:সন্দেহে এই কাজটি মারাত্মক কবীরাহ গোনাহ। তাওবা ব্যাতীত এবং যেহেতু এটা বান্দাহর হকের সাথে জড়িত তাই বান্দাহদের কাছে ক্ষমা চেয়ে মাফ করিয়ে নেয়া ছাড়া ক্ষমার কোনো রাস্তা নেই। আল্লাহই ভালো জানেন!!!
মহান আল্লাহ বলেছেন,
﴿ يَسۡتَخۡفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسۡتَخۡفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمۡ إِذۡ يُبَيِّتُونَ مَا لَا يَرۡضَىٰ مِنَ ٱلۡقَوۡلِۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطًا ١٠٨ ﴾ [النساء : ١٠٨]
অর্থাৎ এরা মানুষকে লজ্জা করে [মানুষের দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করে], কিন্তু আল্লাহকে লজ্জা করে না [তাঁর দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করতে পারে না] অথচ তিনি তাদের সঙ্গে থাকেন, যখন রাত্রে তারা তাঁর [আল্লাহর] অ-পছন্দনীয় কথা নিয়ে পরামর্শ করে। আর তারা যা করে তা সর্বতোভাবে আল্লাহর জ্ঞানায়ত্তে। (সূরা নিসা: ১০৮)
মহান আল্লাহ আরো বলেন: পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সাহায্য করো না। (সূরা মায়েদাহ: ২)
মুহাম্মাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কতিপয় লোক তাঁর দাদা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু-এর নিকট নিবেদন করল যে, ‘আমরা আমাদের শাসকদের নিকট যাই এবং তাদেরকে ঐ সব কথা বলি, যার বিপরীত বলি তাদের নিকট থেকে বাইরে আসার পর। [সে সম্বন্ধে আপনার অভিমত কি?]’ তিনি উত্তর দিলেন, ‘‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় এরূপ আচরণকে আমরা ‘মুনাফিক্বী’ আচরণ বলে গণ্য করতাম।’’ (বুখারী ৭১৭৮, ইবনু মাজাহ ৩৯৭৫, আহমাদ ৫৭৯৫)
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমরা মানবমন্ডলীকে বিভিন্ন [পদার্থের] খণির ন্যায় পাবে। জাহেলী [অন্ধযুগে] যারা উত্তম ছিল, তারা ইসলামে [দীক্ষিত হবার পরও] উত্তম থাকবে; যখন তারা দ্বীনী জ্ঞান অর্জন করবে। তোমরা শাসন-ক্ষমতা ও কর্তৃত্ব-ভার গ্রহণের ব্যাপারে সে সমস্ত লোককে সর্বাধিক উত্তম পাবে, যারা ঐ সব পদগুলিকে সবচেয়ে বেশী ঘৃণা বোধ করবে। আর সর্বাধিক নিকৃষ্ট পাবে দু’মুখো লোককে, যে এদের নিকট এক মুখ নিয়ে আসে আর ওদের কাছে আর এক মুখ নিয়ে আসে।’’ (বুখারী ২৯২৮, ৩৫৮৯, ৩৫৯০, ৩৫৯১, ৬০৫৮, ৭১৭৯, মুসলিম ১৮১৮, ২৫২৬, ২৯১২, তিরমিযী ২০২৫, ২২১৫, আদ ৪৩০৩, ৪৩০৪, ৪৮৭২, ইবনু মাজাহ ৪০৯৬, ৪০৯৭, আহমাদ ৭২২২, ৭২৯৬, ৭৪৪৪, ৭৪৯০ মুওয়াত্তা মালিক ১৮৬৪)
হযরত আম্মার (রাযি) হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “দুনিয়াতে যার দু’মুখো স্বভাব থাকবে, কিয়ামতের দিন তার জিহবা হবে আগুনের”(মিশকাত শরীফ, পৃষ্ঠা-৪১৩, সুনানে দারেমী, খন্ড-২, পৃষ্ঠা-৪০৫])
আল্লাহ আমাদের সবাইকে এই রকম জঘন্য কাজ থেকে বাঁচিয়ে রাখুন।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন