রাজনীতির অপনীতি

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৫২:১৩ রাত

রাজনীতি আজ এতো নোংরা, অশ্লীল, হিংস্র আর বিষাক্ত যে, এটাই এখন দেশের সব অপরাধ আর পাপচারের মূল! যারা রাজনীতি করে এবং যারা এর সংশ্রবে আছে এদের সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, অবাধ‌্যতা আজ জঘন্যতার চুড়ান্তে।

রাজনীতির বিষাক্ত থাবায় জাতি আজ অন্তিম শয্যায়! দেশ আজ বঙ্গোপসাগরের কিণারায় টলয়মান!!

রাজনীতি কখনো ভালো কিছু করেছে কিনা তা বিতর্কের ব্যাপার! কিন্তু এই কর্মসূচি যে, সাধারণ জনগণের কোনো মঙ্গল আনে না তা বলার অপেক্ষা রাখে না। শুধু রাজনীতির কারণেই (যত অপরাধ ও হত্যাকান্ডে রাজনৈতিক নেতা বা কর্মী জড়িত) যত নিরপরাধ হত্যাকান্ড ও অত্যাচার হয় তার কেনো বিচার কখনো হয় না বা বিচার হলেও সাজা পেতে হয় না।

কিন্তু যে সব অপরাধে বা হত্যাকান্ডের পিছনে রাজনীতি থাকে না, তার বিচার আমরা দ্রুতই দেখতেই পাই, এমনকি ছয়মাসের ভিতর কার্যকরও হয়ে যায়।

যদিও ইসলামে রাজনীতি নেই, রাজনীতি করা বৈধও নয়; মুসলমানের উপর দায়িত্ব ছিল সব সময় ভালো কাজের প্রতি (মানুষদের) নির্দেশ দেয়া ও গর্হিতকাজ থেকে বিরত রাখা। তবুও এই জাতিই রাজনীতির নোংরা কাজে জড়িত বেশি। রাজনীতির কারণেই আজ আরবের সাজানো বাগান তছনছ!!

হে বাংলার মুসলমান ভাইয়েরা! মৃত্যুকে ভয় করুন! যা আপনার জন্য শতভাগ নিশ্চিত!

কবরকে ভয় করুন! যা আপনার উপর অবধারিত; বাঁচার কোনো উপায় নেই।

আর সেইদিনকে ভয় করুন যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। সুতরাং কেন সামান্য এই পার্থিব স্বার্থে মিথ্যা -বানোয়াটের পিছনে পড়ে আছেন? কেন আপনার উপর অর্পিত দায়িত্ব ভুলে আছেন?

" যখন দুই সংগ্রাহক (ফিরিশতা তার কর্ম) সংগ্রহ (লিপিবদ্ধ) করে, (যারা তার) ডাইনে ও বামে বসে আছে।

মানুষ যে কথাই উচ্চারণ করে (তা লিপিবদ্ধ করার জন্য) তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।

মৃত্যুযন্ত্রণা সত্যই আসবে; এ তো তাই, যা হতে তুমি অব্যাহতি চেয়ে আসছ।" ( সূরা ৫০ কাফ: ১৭-১৯)

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দিন।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File