ফেঁসে গেলেন ভাগনের চিঁপায় (জনাব মাহফুজ আনামের সততা?)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৩১:১৮ রাত
নিজেকে দূর্লভ আর প্রগতিমনা হিসেবে জাহির করতে আর শেখ হাসিনার কৃপা লাভের হাস্যকর চেষ্টায় এবার ফেঁসে গেলেন বিশিষ্ট্য সাংবাদিক ও সম্পাদক মাহফুজ আনাম। একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট! আমাদের রাজনৈতিক শিল্পীরা যে কী জিনিস তা জনগণ ভালোভাবেই জানে। শেখ হাসিনার চরিত্র ও বৈশিষ্ট্য ভালোভাবেই অবগত সুশীল থেকে সাধারণ জনতা। তার মহান কীর্তি বণূিত আছে, তারই শিষ্যের লেখা " আমার ফাঁসি চাই" গ্রন্থে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ সেলিম কিংবা ওবায়দুল কাদেরের মতো কাছের লোকই স্বীকারুক্তি দিয়েছে.... যদিও হাসিনা তাদের কিছু না করে বরং পুরষ্কৃত করেছেন! এখন মাঝখান থেকে ফেঁসে গেলেন জনাব মাহফুজ আনাম সাহেব আবাল ভাগনের ফেসবুক স্টেটাসের পর। অথচ তার বক্তব্যের পরপরই তেলমর্দকরা কিন্তু কোনো মামলা করে নি, বরং জাতিরভাগনে যখন স্ট্যাটাস দিয়েছে তখনই এসব তেলুকদের আগমন ঘটে। অদ্ভুত !! কী অদ্ভুত!!! বিচিত্র আমাদের এই সোনার দেশ বলেই সম্ভব- যার মান গেলো তার খবর নেই পাড়া-পড়শির ঘুম নেই।
যদিও আদালতে এই ধরণের মামলা করতে পারে না ভিকটিম ছাড়া, যেহেতু বিচিত্র এই দেশ, সব সম্ভবনার দেশে সবই হতে পারে। তাই মামলা হলো, আদালত গ্রহণও করল।
ভাগনের খালু টিভিতে মামলার ব্যাপারে কথা বলল! জানালো এটা বাড়াবাড়ি। গতকাল, আবার জাতির ভাগনে স্ট্যাটাস (বাংলা ও ইংরেজিতে) দিলো- এটা নাকি ঠিকই আছে। তার বিচার হওয়া উচিত!! ইত্যাদি।।।।।। তাহলে- সেলিম বা কাদেরের কী হবে? নাকি ওদের সাতখুন মাফ!!
জনাব ওবায়দুল কাদের (বর্তমান মন্ত্রী)এর সাক্ষাত্কার:
https://www.youtube.com/watch?v=FCweOhejOCk
জনাব শেখ সেলিমের সাক্ষাত্কার:
https://www.youtube.com/watch?v=9WrAHfBCe7o
বিষয়: রাজনীতি
১০৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন