যে সমস্ত হারামকে মুসলমানরা বর্তমানে হালকা মনে করে
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৭ নভেম্বর, ২০১৫, ১২:১২:১৯ রাত
যে সমস্ত হারামকে মুসলমানরা বর্তমানে হালকা মনে করে-
× শিরক: আল্লাহর সাথে সত্তাগত, গুণগত ও ইবাদতে শরীক করা।
× কবর পূজা: কবরকে সম্মানের নামে বাতি জ্বালানো, কবরের উপর বসা, সৌধ নির্মাণ, ওরশ পালন, ফুল সজ্জা করা।
× হারামকে হালাল আর হালালকে হারাম গণ্য করা।
× রাশিফল ও ভাগ্য-গণনা
× জাদুটোনা
× লোকদেখানো ইবাদত করা।
× কুলক্ষণ মানা
× আল্লাহ ছাড়া অন্য কারো নামে যিকর করা, কসম করা, কুরবানী করা।
× রাসূল সা. ছাড়া অন্য কারোর নামে দরুদ পড়া।
× খাতিরের জন্য মুনাফিক বা ফাসিকদের সাথে ওঠা-বসা।
× সালাতে ধীর-স্থির পরিহার, অধিক নড়াচড়া, ইমামের আগে রূকন আদায়, টাখনুর নিচে কাপড় পরিধান ইত্যাদি।
× ধর্ষণ, ব্যভিচার, সমকামিতা, খুন, রাহাজানি, চুরি , ডাকাতি, ছিনতাই, মিথ্যা বলা-সাক্ষ্য দেয়া, গীবত, চোগলখুরী, অপবাদ, হিংসা-বিদ্বেষ ছড়ানো।
× শারঈ কারণ ব্যতীত স্ত্রী কর্তৃক স্বামী থেকে তালাক গ্রহণ
× যিহার
× নারীদের অবাধ মেলা-মেশা ও পর্দা না মানা
× কন্যাদের গান্য-বাদ্য-নৃত্য শিক্ষা দেওয়া ও তা দিয়ে পারিশ্রমিক গ্রহণ
× সুদ-ঘুষ-অন্যের মাল আত্মসাত, দালালি করা, জুয়া খেলা, মদপান, হারাম খাদ্যগ্রহণ।
× জালিমদের সহযোগিতা করা
× মযলুমকে সাহায্য না করা
× হারাম পথে উপার্জন ও হারাম পথে মাল ব্যয়।
(সংক্ষেপিত)
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ করুণাময় আমাদের সকল কে সঠিক পথ দেখান,আমিন!
জাযাকাল্লাহু খাইর!
আপনার লিখাটা পড়ছিলাম আর ভাবছিলাম - আসলে কি এমন কোন ঘোষিত হালাল অবশিষ্ট আছে - যা মুসলিম রা নিজেদের জন্য হারাম করেনি। আবার এমন কোন হারাম কি এখনো অবশিষ্ট আছে যা তারা হালাল করেনি? দেখবেন তা খুজতে চাইলে লিটারেলী আমাদের জন্য অনুবিক্ষন যন্ত্র লাগবে কিংবা কে জানে আমরা হয়তো খুঁজেই পাব না।
ধন্যবাদ
সৎ মুসলমানদের জন্য সমস্যাগুলি আপনি ঠিকই লিখেছেন। আসলে, সততার অভাব, কুশিক্ষার প্রসার, লোভ আর হিংসার চর্চা প্রকৃত ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে চলেছে।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন