ইসলাম নিয়ে বিতর্ক করা থেকে বিরত থাকুন
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৩ নভেম্বর, ২০১৫, ০২:০৫:১৯ রাত
ইসলামি কোনো বিষয় তথা ঈমান-আক্বীদা এবং আ'মাল নিয়ে বিতর্ক করা থেকে দুরে থাকুন। যেখানে কোনো নেকী নেই বরং অজান্তে ভয়ানক গোনাহ হয়ে থাকে এমন কাজ থেকে বিরত থাকাই ঈমানের দাবি।
যেটাতে কোনো কল্যাণ নেই বরং মুসলমানের মাঝে বিভেদ বাড়ে, যেটা আ'মালের বিষয় নয় এবং যেই আ'মালে ইসলামি পন্ডিতদের মতভেদ আছে (এমন মতভেদপূর্ণ যার যার মতকে শ্রদ্ধা করি) এমন বিষয় পোস্ট করা থেকে বিরত থাকাই প্রজ্ঞার দাবি।
আসুন আমরা ইসলামি বিষয়ে কোনো পোস্ট দিতে গিয়ে যেন বিতর্কে জড়িয়ে না পরি। ইসলামের বিষয়ে কথা বলি দলীলের (কুরআন আর হাদীস) ভিত্তিতে!
প্রমাণ বিহীন, প্রচলিত বিশ্বাসের জোরে ইসলাম প্রতিষ্ঠা হবে না।
গত কয়েকদিন যাবত একটা পোস্ট ( Facebook-e Groupe) খুবই বিরক্ত আর বিতর্ক করে যাচ্ছে। মহানবী (সা.) কিসের তৈরি? মাটি না নূরের???
এই পোস্ট দিয়ে হয়তো সে বেশি লাইক আর কমেন্টসের আশা করছে বা পাচ্ছে। কিন্তু তার অজান্তে ভয়ানক গোনাহে জড়িযে পড়ছে। এটা আক্বীদার বিষয়! এটা কোনো আ'মালের বিষয় ছিল না। পরকালে এই বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না যে, বলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিসের তৈরি?
হায়রে মুসলিম!!! মহানবী সা. কিসের তৈরি, এই ধরণের প্রশ্ন একটা বিদ'আত, আর দলীল বিহীন জবাব দিয়ে বলা যে "তিনি নূরের তৈরি" এটা একটা গোমরাহী।
বিদআত আর গোমরাহী থেকে বেঁচে থাকুন। সহীহ প্রমাণের ভিত্তিতে ইসলামকে মানুন। কারো দলীল বিহীন কথার উপর বা বাপ-দাদার প্রচলিত বিশ্বাস আর আমলের উপর অন্ধের মতো আঁকড়ে ধরে থাকবেন না। কবরে বা হাশরে তাদের উপর দায় চাঁপিয়ে নিজের দায় থেকে বাঁচা যাবে না।
সুতরাং
সাবধান।
বিষয়: বিবিধ
১৫২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে সব বোঝে কিন্তু এইটা বোঝে না তার কথা তিনি নূরের তৈরী। এজন্য সে আমাকে অনেক কথা বলেছেন। কিন্তু তাতে কি? আবেগ দিয়ে কোন সার্থকতা হাসিল করা যায় না।
কোন সন্দেহ ছাড়া রাসুল (সঃ) মাটির তৈরী। প্রমাণ সুরা ইউনুসের ২য় আয়াতে রয়েছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সে যেন তাফসীরে মা’রেফুল কুরআন এর তাফসীর পড়ে। আর তাতেও বুঝতে সমস্যা হইলে যিনি আরবী ব্যকারণ জানেন তার নিকট হতে অনুবাদ শুনে নেয় যেন।
এক শ্রেণীর মানুষ অযাথা এই বিতর্কে জড়ায়। রাসুল (সঃ) আমাদের জন্য কি নিয়ে এলেন? কি রেখে গেলেন? আমরা তার হক সঠিকভাবে আদায় করতে পারছি কি না? এসবের কোন খোঁজ নেই আছে শুধু বাড়াবাড়ি।
যেখানে তারা ফরজ বিষয়ের ব্যপারে মাথা ঘামায় না অথচ যেটা মুস্তাহাবও না তার বিষয়ে বক্তৃতায় মুখের ফেনা তুলে ফেলায়। মহান আল্লাহ তাদেরকে সঠিক পথ বুঝতে ও চলতে সাহায্য করুন আর আমাদের সঠিক পথের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমীন।
মন্তব্য করতে লগইন করুন