যখনই পাবে সময়
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০২ জানুয়ারি, ২০১৫, ১২:১২:০৩ রাত
যখনই পাবে সময়
- সামসুল আলম দোয়েল
যখনই পাবে সময়, মিলবে অবসর!
সাজদাতে লুটাও তুমি শরীর ও অন্তর!!
যখনই পাবে সময়, দিন বা রাতে
পড়োরে নফল নামায নিষ্ঠার সাথে
ডাকো তোমার প্রভুর নামে, করো গুণগান
তাহাজ্জুদে হও নিবিষ্ট, পড়ো আলকুরআন
যিকিরে কাটাও তোমার প্রতিটি প্রহর!
যখনই পাবে সময়, মিলবে অবসর!
সাজদাতে লুটাও তুমি শরীর ও অন্তর!!
কেউ জানে না, জানে না কেউ
কখন যে আসবে ঝড়, মনেতে ঢেউ
ফুরাবে আয়ু, বন্ধ হবে শ্বাস
কেউ জানে না জীবনের পরিহাস
তাইতো রে মন, প্রবৃত্তিকে দে কবর!
পাবে না অফুরান সময় ও অবসর!!
যখনই পাবে সময়, মিলবে অবসর!
সাজদাতে লুটাও তুমি শরীর ও অন্তর!!
বিষয়: সাহিত্য
৯৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন