মানুষ করে দুনিয়াদারী

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০১ জানুয়ারি, ২০১৫, ০৩:৫০:৫০ রাত

দুনিয়াদারী

- সামসুল আলম দোয়েল

মানুষ করে দুনিয়াদারী, মৃত্যু তাকে দিচ্ছে ডাক!

গোলক ধাঁধায় ঘুরছে মন, কখন হবে গোঁমড় ফাক!!

হুঁশ হারিয়ে লিপ্সাতে, নফস খায়েশে করছে সব

দ্বীন হারিয়ে দিনের পথে, রাতে আড্ডায় কলরব!

জানে নাতো আসল কথা, কাটছে সময় নগ্ন হেসে

ঠিকানা তার কোন পথে, জানবে সে দিন শেষে!

মিথ্যে হবে দুনিয়াদারী, জীবন হবে ঘোর নাপাক!!

মানুষ করে দুনিয়াদারী, মৃত্যু তাকে দিচ্ছে ডাক!

কলবটাকে পাক করো, প্রবৃত্তিকে দূরে ঠেলে

যিকিরেতে লিপ্ত যবান, শোকর করে কিছু পেলে

নিজের হিসেব নিজেই করো, সুপ্ত করো চোখের জল

পূর্ণ হবে ঈমান তোমার, সহজ হবে করতে আমল

দৃষ্টি করো অবনত, নিয়ন্ত্রণে হাত ও বাক!

মানুষ করে দুনিয়াদারী, মৃত্যু তাকে দিচ্ছে ডাক!

বিষয়: সাহিত্য

১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File