মা (পৃথিবীর সব মায়েদের উদ্দেশ্যে)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৪:৫৯:৪৪ বিকাল

মা

- সামসুল আলম দোয়েল



একদিন আমি বৃদ্ধা মাকে, ধমকে মনের খেদে

রাগের মাত্রা পেয়েছে প্রকাশ, চোখের উপরিভাগ!

নির্জনে তিনি মনের ক্ষতে বলছেন কেঁদে কেঁদে

আজকে তুমি হয়েছো বড়, দেখাও কত রাগ!!

শৈশবের সেই দূর্বলতা ভুলেছো তুমি আজ

পৃথিবীর সেরা আশ্রয়, ছিল আমার কোল!

শক্তি আর বড়ত্বে করছ এখন কত কাজ

বাহুবলে তাই ইচ্ছেমত বাধাও গন্ডগোল!!

একদিন তুমি ছিলে অসহায় এই পৃথিবীর পরে

আদর সোহাগে করেছেন লালন তোমার দুখি মা!

ক্ষুব্ধ আর বৈরি সমাজে, রাখতেন আদরে

শত অপরাধ আর ভুলেও তিনি করতেন ক্ষমা!!

শান্তি পাবে সুখ পাবে তুমি তারই আচঁলে!

ধর্ম বলে, স্বর্গ তোমার মায়ের পদতলে!!

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297121
২৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মাকে নিয়ে কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো। সবাই তাঁর মাকে ভালোবাসবে সেটাই প্রত্যাশা করি।
২৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৭
240632
সামসুল আলম দোয়েল লিখেছেন : ভালো লাগাতে পেরে নিজেকে ধন্য মনে করছি
ধন্যবাদ। ভালো থাকুন
Good Luck Good Luck Good Luck
297199
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০৪
আফরা লিখেছেন : আমি আমার মামনিকে অনেক অনেক অনেক ভালবাসি ভাইয়া আর কোন কষ্টও দেই না ভাইয়া ।
297211
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২২
সামসুল আলম দোয়েল লিখেছেন : আপনাকে তাই অনেক পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File