তাওহিদী সূর্যোদয়!
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১৮ ডিসেম্বর, ২০১৪, ১১:১২:২৫ রাত
তাওহিদী সূর্যোদয়
- সামসুল আলম দোয়েল
মরুর আকাশে বিজয় বেশে তাওহিদী সূর্যোদয়
আঁধার কেটে আলোর ভোরে পৃথিবী শান্তিময়!!
কুফর শিরকের তাগুতি মসনদে মরেছে শয়তান
"আল্লাহ ছাড়া নেই উপাস্য" তিনিই সুমহান
তাইতো আমরা কারো কাছে করি না মাথা নত
হোক না সে বড়, হোক সে ক্ষমতাধর যত
তাকে ছাড়া করি নাকো কাউকে ভয়!
আল্লাহ আল্লাহ সুমহান ধ্বনিতে জীবনটা মধুময়!!
ইসলাম হলো আল্লাহর বিধান, ইসলামেই শান্তি
মানুষের মাঝে এনেছে সমতা, তুলেছে বিভেদ-ভ্রান্তি
নেই কোনো মাওলা, ইলাহ- এক আল্লাহ ছাড়া
সকাল সন্ধ্যা সৃষ্টিকূলে তারই প্রেমে মাতোয়ারা
একত্ববাদের কালেমার পতাকায় করেছে বিশ্বজয়!!
আল্লাহ আল্লাহ সুমহান ডাকে, জীবনটা মধুময়!!
বিষয়: সাহিত্য
৯৫৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন