সুলাইমান আলাইহি ওয়া সাল্লামের বিচার! (মায়ের মমতা)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৯:০১:১১ রাত

সুলাইমান আলাইহি ওয়া সাল্লামের বিচার! (হাদিসের গল্প)

একবার দুই মহিলা পথ চলতে ছিল,তাদের  সাথে ছিল দুটি শিশু সন্তান। হঠাৎ এক বাঘ এসে এক শিশুকে নিয়ে গেল। দুই মহিলাই দাবি করল নিয়ে যাওয়া শিশুটি অপরের, সাথেরটা নিজের।

তাদের এই বিবদমান বিবাদ নিয়ে তারা নবী দাউদ(আ.)-এর দরবারে এসে বিচার চাইলে দাউদ (আ) বড় মহিলার প্রতি রায় দিলেন। ছোট মহিলাটি মনোক্ষুন্নতায় দরবার থেকে বের হচ্ছিল।

দরবার থেকে বের হবার পথে দাউদ (আ)-এর ছেলে সুলাইমান (আ)-এর দেখা হয়। তাদের কাছে বিষয়টি জেনে এবং একজনের (ছোটটির)  পূণর্বিচারের দাবিতে তিনি বিচারের আশ্বাস দিলেন।

তিনি বললেন: যেহেতু শিশু একটা আর দাবি দুই জনের। তাই সুষ্ঠু বিচারের স্বার্থে এই শিশুটিকে দুই ভাগ করে দুইজনকে দিবেন। তিনি (ভয় দেখানো আর বিচারের স্বার্থে) একটি ছুরি চাইলে, বড়টি নির্বিকার থাকে আর ছোট মহিলা বলল: আমি ভাগ চাই না, দাবি ত্যাগ করলাম; তবুও শিশুটি জীবিত থাক।

সুলাইমান (আ) বুঝলেন শিশুটি কার! তিনি ছোট মহিলাকে শিশুকে দিয়ে দিলেন। (সংক্ষেপিত)

সূত্র: বুখারি-

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291027
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৫
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File