আল্লাহ আল্লাহ সারাক্ষণ!
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৭ নভেম্বর, ২০১৪, ০৫:২৩:৩৬ বিকাল
- সামসুল আলম দোয়েল
তোমার নূরে জগত আলোয়
রূপ- পিয়াসী মন!
সৃষ্টি তোমার রঙিন বাহার
আল্লাহ আল্লাহ সারাক্ষণ!!
এই পৃথিবী আকাশ মাটি নদী পাহাড় সা--গর
সুন্দরেরই কী যে খেলা তুমিই রূপের আঁকড়
যেথায় তাকাই তোমারই নাম
হৃদয়ে স্পন্দন!
সৃষ্টি তোমার ভিতর বাহির
আল্লাহ আল্লাহ সারাক্ষণ!!
আমার জীবন, উদাসি-মন সৃষ্টি সেরা দান
মানুষ নামে আমায় তুমি করেছ মহান
ওগো প্রভু দাও আমাকে সুন্দর একটা মন
যেন আমি জঁপতে পারি আল্লাহ আল্লাহ সারাক্ষণ!!
তোমার নূরে জগত আলোয়
রূপ- পিয়াসী মন!
তোমার নূরে দেখে সবাই
সৃষ্টি তোমায় ডাকছে শুধু
আল্লাহ আল্লাহ সারাক্ষণ!!
সৃষ্টি তোমার রঙিন বাহার
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেন আমি জঁপতে পারি আল্লাহ আল্লাহ সারাক্ষণ!
সুন্দর লিখেছেন...জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন