কম হাসা ও কথা কম বলা (মুমিনের গুণাবলী: ০১)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৬ নভেম্বর, ২০১৪, ০৯:৪২:২০ রাত
একজন সত্যিকারের মুসলমানের পরিচয় বা নির্দশন হলো- সে কথা কম বলবে ও কম হাসবে, বেশি আ'মাল করবে ও বেশি কাঁদবে। বেশি কথা বলা এবং অপ্রয়োজনীয় /অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করা, নিরর্থক হাসি নিজের ব্যক্তিত্বকে খাটো করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
আল্লাহর কসম! আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে অবশ্যই তোমরা কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে। বিছানায় কোনো নারীর আস্বাদ নিতে না। তোমরা অবশ্যই (পেরেশান হয়ে) মাঠে- ময়দানে চলে যেতে আর আল্লাহর কাছে কাকুত-মিনতী করতে থাকতে। সাহাবী আবু যর (রা) বলেন, আমার মন চায় আমি যদি গাছ হতাম যা কেটে ফেলা হয়। (তিরমিযী, বুখারী- কিতাবুর রিকাক)
কথা কম বলার অনেক উপকারিতার মধ্যে একটি হলো, এতে সে পাপ মুক্ত থাকতে পারে। কেননা বেশির ভাগ পাপই হয় বান্দাহর মুখ ও লজ্জাস্থান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
মুসলিম সেই ব্যক্তি যার হাত ও যবান থেকে অন্য মুসলমানরা নিরাপদ, আর মুহাজির হলো সেই ব্যক্তি- যে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে। (বুখারী)
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিগ্যেস করা হলো, কোন বস্তু লোকদের সর্বাধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করায়? তিনি বললেন:
আল্লাহভীতি ও উত্তম চরিত্র! প্রশ্ন করা হলো- কোন জিনিস বেশি পরিমাণে জাহান্নামে প্রবেশ করাবে? তিনি বললেন:
মুখ ও লজ্জাস্থান! (তিরমিযী)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে অথবা চুঁপ থাকে। (বুখারী: ৬২০৬)
তিনি আরো বলেন: ভালো কাজের আদেশ, মন্দকাজ থেকে নিষেধ এবং যিকির ছাড়া সব কথাই আদম সন্তানের জন্য ক্ষতিকারক, লাভজনক নয়। (তিরমিযী)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: বান্দাহ এমন কেনো কথা বলে ফেলে, যার ফলে সে পিছলিয়ে জাহান্নামে প্রবেশ করবে, অথচ সে তা (জাহান্নাম) থেকে পূর্ব-প্রান্তরের দুরত্বে ছিল। (বুখারী-৬০২৭)
উকবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিগ্যেস করলাম, হে আল্লাহর রাসূল! নাযাত কীসে নিহিত? তিনি বললেন:
তোমার যবানকে নিয়ন্ত্রণে রাখবে, ঘরকে প্রশস্ত রাখবে (ঘরে অবস্থান করবে) আর তোমার কৃত গুনাহের উপর কাঁদতে থাকবে। (তিরমিযী)
আল্লাহ আমাদের সবাইকে মুখকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দিন! আমিন!!!!
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আমাদেরকে এই অতি মূল্যবান গুনগুলো অর্জন করার তৌফিক দিন। জাযাকাল্লাহ খাইর।
জাযাকাল্লাহু খাইরান কাসীরা।
মন্তব্য করতে লগইন করুন