Where is development????

লিখেছেন লিখেছেন বাকশাল ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৪৯:৫৫ সন্ধ্যা

নয়া দিগন্ত পত্রিকায় লেখা হারুন-আর-রশিদ এর কলাম থেকে ...

"টিআইবির রিপোর্ট (০৯-৯-১৯) জমি রেজিস্ট্রিতে ঘুষ লাগে ৫০০ টাকা থেকে পাঁচ লাখ টাকা। দলিল নিবন্ধনের জন্য প্রতিটি দলিলে দলিল লেখক সমিতিকে ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা বা ঘুষ দিতে হয়। এখন দলিল ও দুর্নীতি সমার্থক শব্দ হয়ে গেছে। এই সেবা খাতে ক্রমাগত দুর্নীতি বেড়েই চলছে। দেশব্যাপী কয়েকটি ব্যতিক্রম ছাড়া দেশের সব সাব-রেজিস্টার অফিসে ঘুষ লেনদেন স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ভূমি দলিল নিবন্ধনে সেবায় সুশাসনের ঘাটতি ব্যাপক। এ খাত ব্যাপক দুর্নীতিতে নিমজ্জিত"।

"অর্থবছর ২০১৯-২০২৯ জুলাই-আগস্টে রফতানি কমেছে দশমিক ৯২ শতাংশ। এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের জুলাই-আগস্টে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ডলারের কম পণ্য রফতানি হয়েছে। রফতানিবাণিজ্য কমে যাওয়া মানে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়া। বণিক বার্তা ১০ সেপ্টেম্বর ২০১৯ প্রথম পৃষ্ঠার লিড নিউজ ছিল- দশ মাসে বন্ধ ২০৯ শিল্প কারখানা। এসব প্রতিষ্ঠানে চাকরিচ্যুত শ্রমিকের সংখ্যা ১৯ হাজারেরও বেশি। গত ১০ মাসে সবচেয়ে বেশি কারখানা বন্ধ হয়েছে গাজীপুর এলাকায়। ২০১৯ সালের নভেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত এ এলাকায় বন্ধ হয়েছে ১২৯টি কারখানা। এ ছাড়া আশুলিয়া শিল্প এলাকায় বন্ধ হয়েছে ৪৫টি, নারায়ণগঞ্জে ২৫টি, চট্টগ্রামে ৭ এবং ময়মনসিংহে একটি কারখানা। জানা গেছে, বন্ধ কারখানার বেশির ভাগই পোশাক শিল্পের। এর মধ্যে এমন অনেক কারখানা আছে, যেগুলোর ত্রুটি সংশোধনের পথ খোলা নেই"।

বিষয়: রাজনীতি

৭১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File