সমাজ ও আইন
লিখেছেন লিখেছেন বাকশাল ২৬ আগস্ট, ২০১৯, ০৯:৪৮:৩৩ রাত
মানুষের সমষ্টি নিয়ে সমাজ (Society), মানুষ সমাজ গডে, শাসন করে, সভ্যতা রচনা করে এবং মানুষই সমাজ ধ্বংস করার বড উপকরণ বা হাতিয়ার। একদিকে সুন্দর পরিবেশ যেমন মানুষ দ্বারা গঠিত হয় আবার সেই সাজানো সুন্দর পরিপাটি সমাজ মানুষের জঘন্য কাজের মাধ্যমে নষ্ট হয়। এজন্য মানুষ যেমন সৃষ্টির সেরা জীব তেমনি সৃষ্টিকর্তাই তাদের আবার চতুষ্পদ জন্তুর মত এবং তার চেয়েও নিকৃষ্ট বলেছেন তাদের কর্মের কারনে, বিচার বিবেচনাহীনতার জন্য (সুরা আল আরাফ ১৭৯; সুরা আল-ফুরকান ৪৪)। সমাজ ও মানুষের নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য আইনের আবশ্যকতা, তাই সমাজ বা রাষ্ট্রে আইন প্রণয়ন হয়। আইন তৈরির অনেক উদ্দেশ্যের মধ্যে অন্যতম হলো মানুষকে নিয়মের মধ্যে রেখে সকলের অধিকার সমুন্নত করার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা।আল্লাহ মানুষকে ভালো এবং মন্দ দুটোই করার জ্ঞান ও ক্ষমতা দিয়ে তৈরি করেছেন এবং বলেও দিয়েছেন যারা ভালো করবে তারাই সফল হবে, আর যারা নিজেকে কলুষিত করবে তারা ক্ষতিগ্রস্থ হবে (সুরা আল-শামস ৮-১০)। আল্লাহ অপরাধ নির্ধারণ করে তা থেকে বাচার জন্য সতর্ক করেছেন এবং অপরাধ করলে তার শাস্তি ও বর্ননা দিয়েছেন। সমাজ বা রাস্ট্র ব্যবস্থা ও নাগরিকদের জন্য অপরাধ নির্ধারণ করে তা থেকে বিরত থাকার জন্য আইনের মাধ্যমে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। অপরাধীকে অপরাধের শাস্তি প্রদানের কারন হলো অন্যের অধিকার এর স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ অপরাধ থেকে বিরত রাখার মাধ্যমে সমাজ কে সুন্দর রাখা। আইন বিজ্ঞানে শাস্তির অনেকগুলা তত্ত্ব (Theory of punishment) আছে। রাষ্ট্রে আইন প্রণয়ন, বাতিল কিংবা সংশোধনে নাগরিকদের আচরন বড ভুমিকা রাখে কারন আইনের মাধ্যমে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা হয়।
বিষয়: বিবিধ
৭২০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন