আইন, রাষ্ট্র ও জনগণ....
লিখেছেন লিখেছেন বাকশাল ২১ আগস্ট, ২০১৯, ০৮:৩৭:১৩ রাত
বাংলাদেশ এখন জনগনের রাষ্ট্র নয়, এখন আমরা রাষ্ট্রের জনগন। দেশে এখন গনতন্ত্রের শাসন নেই, আছে রাষ্ট্র যন্ত্রের শাসন । দেশ চলছে Rule of law তে না, Rule by law তে।Authoritarian regime (একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক শাসন). এ শাসন ব্যবস্থার সংজ্ঞা ও প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানে অনেক ভাবে দেয়া হলে ও এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো "winning coalition" লাভবান হবে বা লাভবান করা হবে। Winning coalition হলো যারা বা যাদের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা মজবুত হয় বা টিকে থাকে। যেমনঃ আমাদের দেশে হলো কালো টাকার মালিক, ঋণ খেলাপি, পুলিশ, সেনাবাহিনী, আমলা, দলীয় লোক ইত্যাদি । হীরক রাজা তার মন্ত্রী আমলাদের হীরার চেইন দিতো, আমাদের দেশে ও সেরকম ইতেহাসের সবচেয়ে বেশি পুলিশ পদক গত কয়মাস আগেই দেয়া হলো!! আমলাদের ফ্লাট দেয়া হলো। এক্টু চোখ বন্ধ করে দেখুন আপনার আশেপাশে কারা ক্ষমতার স্বাদ আস্বাদন করে আংগুল ফুলে কলা গাছ হচ্ছে!!!? এখন আর আংগুল ফুলে কলাগাছ না বট গাছ হয়ে যাচ্ছে।
বিষয়: বিবিধ
৫৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন