নিজের খবর পরের খবর!

লিখেছেন লিখেছেন udash kobi ০২ মার্চ, ২০১৯, ০৫:৪৮:৪৮ বিকাল

নিজের খবর ঘরের খবর

খবর দিবা-রাতি

সবচেয়ে বেশি মত্ত হয়ে

পর-খবরে মাতি।

জানতে চাই না বন্ধুর খবর

কিংবা প্রতিবেশীর

লেপের নিচে মোবাইল টিপে

সাজছি মহাবীর।

রাজায় রাজায় যুদ্ধ বাঁধায়

রাজ বাড়াতে রাজ

আম জনতা রক্ত ঝরায়

প্রাণ বিলানোর কাজ।

গদির জন্য নেতা ভুলে

মনুষত্বের মনন

এদেরই জন্য প্রাণ বিলায়

উল্লুক জনগণ।

মানুষ সবাই সৃষ্টির সেরা

ভাই যে পরস্পরে

চরিত্র আর নৈতিকতায়

শান্তি সবার ঘরে।

#Udashkobi

বিষয়: সাহিত্য

৯২২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386532
০২ মার্চ ২০১৯ রাত ০৮:২২
রাশেদ বিন জাফর লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File