মার্কা কিন্তু একটাই!

লিখেছেন লিখেছেন udash kobi ২৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৩:০৯ রাত

গর্দভ নির্বাচনের অবোধ রাতে, নির্বোধ জনতায়

প্রহসনের মঞ্চে দেখে বিজয়ের উল্লাস।

নায়ক ফেরদৌস, রিয়াজের দেশপ্রেমী অভিনয়

চিত্রদূষণ বিচিত্র শ্লীলতায় নায়িকাদের শৈল্পিকতা

মাশরাফির মতো ক্রিকেটার, সাকিবের মতো অলরাউন্ডার

রাজনীতি, নীতি-প্রীতি, ভীতি-গীতি সব একাকারে

সবার হাত ধরে, জনতার ঘাড়ে চাঁপে

একটাই মার্কা, নৌকা।

নৌকা, অবশ্যই নৌকা।

আপনি যদি ভারতীয় টিভি সিরিয়াল দেখতে চান অবাধে

নোংরা কু্ৎসিত নকল অভিনয়ে-

এক নম্বরদের সিনেমা দেখতে চান

খোলামেলা, অশ্লীল অভিনেত্রীদের ভালোবাসেন

তাহলে মার্কা কিন্ত একটাই- নৌকা

নৌকা, অবশ্যই নৌকা।

সংসদ হবে মাছের বাজার আর মাছের বাজারে নর্তকী নাচ

চায়ের স্টলে রাজনীতি আর নেতার পকেটে বাজেট

আপনি যদি গর্দভ, মূর্খ, সন্ত্রাসী, গদফাদারদের সংসদে দেখতে চান

তাহলে মার্কা কিন্ত একটাই- নৌকা

নৌকা, অবশ্যই নৌকা।

আপনি যদি বাঁচতে চান, ঘরে এসে রাত কাটাতে চান

গুম, খুন না হতে চান, হয়ে যান জীবিত লাশ।

আপনি যদি রক্তপাত না চান

তাহলে মার্কা কিন্ত একটাই- নৌকা

নৌকা, অবশ্যই নৌকা।

ঘরে ঘরে টিভি, হাতে হাতে মোবাইল

ফেসবুক, টুইটার, ইউটিউব কিংবা অনলাইনে থাকতে চান

তাহলে মার্কা কিন্ত একটাই- নৌকা

নৌকা, অবশ্যই নৌকা।

আপনি যদি এরশাদের কবিতাকে ভালোবাসেন

তার নারীপ্রেম, বহুবিবাহকে পছন্দ করেন

নেতা-নেত্রীর কুৎসিত, কদাকার ভাষণ শুনতে চান

আপনি যদি ৭১-এর মুক্তিযোদ্ধা হতে চান

ভারতের পা চাটা গোলাম হতে চান

তাহলে মার্কা কিন্ত একটাই- নৌকা

নৌকা, অবশ্যই নৌকা।

নৌকায় ভোট দিন, নিজে বাঁচুন

পরিবারকে বাঁচান।

বিষয়: সাহিত্য

৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File