মৃত আত্মা

লিখেছেন লিখেছেন udash kobi ০২ ডিসেম্বর, ২০১৮, ১০:১৮:১৯ রাত

প্রাণের দামে প্রেমের নামে

বিক্রিত এই মনটা

অর্থ কামাই যতোই পাই

দেবো তাদের ঘন্টা।

পারলে আমি সকল দামি

অলঙ্কারই দেবো বেচে

করবো নাশ বেচবো লাশ

এরপরই যাবো নেচে।

আত্মা যখন মৃতু সমন

বিকৃত মন উল্লাসে

টাকার লোভে ভুলের ক্ষোভে

আস্তাকুঁড়ে মন হাসে ।

বিষয়: সাহিত্য

৭০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File