থাকবো ভালো ভালোবাসায়- রাখবো ভালো ভালোবাসায়

লিখেছেন লিখেছেন udash kobi ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৭:৪৬ রাত

থাকবো ভালো ভালোবাসায়- রাখবো ভালো ভালোবাসায় (উদাসগীত)

..................................................................

ছুটছে সবাই অবিরত

যে যার মতো

জীবন নামের পথচলায়

কেউ জানি না কারো খবর

মনের ভিতর

হয় না প্রকাশ কথাবলায়।

তবুও আমরা হাসি-খুশি ভাব দেখাবো গলায় গলায়

ভালো থাকো ভালোবাসায়, জীবনে নামের পথচলায়!!

রঙ বেরঙের বাতি জ্বলে

যামানার এই রঙমহলে

যায় না বুঝা নকল-খাঁটি

মুখোশ ঢাকা সবারই মুখ

কিই-বা তাতে দুঃখ-সুখ

জীবন গাঙে উজান-ভাটি।

বলবো তবুও হাসি-খুশি- ভাব দেখানো ছলাকলায়!

ভালো থাকো ভালোবাসায়, জীবনে নামের পথচলায়!!

না বলাকে ঘৃণা করে

বলবো হ্যাঁ সমস্বরে

সবকিছুতেই থাকবো ভালো

কষ্টটাকে রাখবো পাশে

সুখ বিলাবো ঐ আকাশে

আঁধার ছুঁয়ে আনবো আলো

তাই তো সবাই হাসি-খুশি, রঙ্গমঞ্চের ষোলকলায়

থাকবো ভালো ভালোবাসায়, জীবনে নামের পথচলায়!!

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File