আবোল তাবোল
লিখেছেন লিখেছেন udash kobi ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:২৪:০৬ রাত
আবোল তাবোল (দশ)
- আহমাদ সা-জিদ(উদাসকবি
****************************
দিন দিন
বাড়ে ঋণ
দেউলিয়া হয় কোটিপতি!
বাড়ি-গাড়ি
কাড়ি কাড়ি
তারাই বাড়ায় দূর্গতি।।
সেরা পাপী
ঋণখেলাপি
তবুও তাদের উঁচুশীর!
চুরি করে
বছর ধরে
সাজে আবার দানবীর।।
চোখলখুরি
মগজচুরি
প্রগতিশীল ও বুদ্ধিজীবী
বাচাল অতি
সবার প্রতি
সর্বপ্রেমী রেডিও টিভি।।
নীতির গীতি
স্বজনপ্রীতি
নেতা আমার অহংকার!
কখন কে বা
সমাজ সেবা
করছে ভীষণ চমত্কার।।
অন্ধকুঁপে
চুপে চুপে
মারছে যারা মৃত্যুবাণ!
তারাই ভালো
দেশের আলো
জনপ্রিয় খেতাব পান।।
গুম-খুনে
বাবার গুণে
আমার সোনার বাংলাদেশ!
আবোল তাবোল
ভাবছে পাগল
চুপ থাকাটাই বেশ।।
বিষয়: সাহিত্য
৮৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন