তুই শয়তানের ভক্ত (উদাসগীত)

লিখেছেন লিখেছেন udash kobi ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০২:৫৮ রাত

আমার আছে সুনীল আকাশ, জোছনা ভরা রাত!

তাই তো জীবন সবার তরে, বাড়াই দুটি হাত !!

ভালো লাগে রাতের শেষে ভোরের হিমেল হাওয়া

তোমার শুধু প্রতিহিংসায় পরের ধন চেটে খাওয়া

প্রেম-পিরিতীর মুরিদ আমি; তুই শয়তানের ভক্ত!

আমার আছে ভালোবাসা, তোর মনটা শক্ত!!

আমি চাই সুখে-দুখে সবার মাঝে থাকি

আইনের চোখ অন্ধ করে তুই দিচ্ছিস ফাঁকি

ভালো লাগে ঝর্ণাধারা, সাগরের নীল ঢেউ

চোখ মুদিলে দেখবি তোর পাশে নেই কেউ

আমি খাই ফুলের মধু, তুই মানুষের রক্ত!

আমার আছে ভালোবাসা, তোর মনটা শক্ত!!

এখানে আজ জীবন প্রদীপ নিভু নিভু জ্বলে

শোষিত হয় মানবতা ভালোবাসার ছলে

ভালো লাগে হঠাৎ কারো উল্লসিত প্রাণে

বিজয়ের গৌরব গাঁথা স্বার্থের পরিত্রানে

আমি আছি মুরাকাবায় তুই ভ্রষ্টে পাঁচ-অক্ত!

আমার আছে ভালোবাসা, তোর মনটা শক্ত!!

প্রেম-পিরিতীর মুরিদ আমি; তুই শয়তানের ভক্ত!

আমার আছে ভালোবাসা, তোর মনটা শক্ত!

*********- আহমাদ সা-জিদ(উদাসকবি)

*** ০৬/০২/২০১৬****************

বিষয়: সাহিত্য

১১১৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359357
১৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:০৫
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File