দে জবাব!

লিখেছেন লিখেছেন udash kobi ২২ নভেম্বর, ২০১৫, ১২:০১:৩৩ রাত



(এতো যে পারিস!)

নদীতে জোয়ার এনে, দে ভরিয়ে ক্ষেত-খামার!

সূর্যটাকে আটকে রেখে, দুর করে দে রাতের আঁধার!!

মিষ্টি করে দে তবে, সাগরের লোনা-পানি

মুছে দে রক্ত-রেখা, ধর্ষণের সকল গ্লানী

তোর ক্ষমতার বাহাদুরী

জনতারই ভোট চুরি

সে-ই জনতা তোকে এনে দাঁড় করাবে এক কাতার!!

(এতো যে কথা)

যোগাযোগের সকল মাধ্যম তবে আজ বন্ধ কেন?

ফুলের মতো চরিত্র তোর, গায়েতে গন্ধ কেন

বারূদের গন্ধ আসে

জনতার লাশে লাশে

হুঁশ ফেরাবে সে-ই জনতা, পাবি না সময় কাঁদার!!

********************************************

আহমাদ সা-জিদ (উদাস কবি)

বিষয়: সাহিত্য

১০৪৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350758
২২ নভেম্বর ২০১৫ রাত ০৪:২৬
শেখের পোলা লিখেছেন : সুন্দর হয়েছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File