দৌড়...
লিখেছেন লিখেছেন udash kobi ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৭:১২ রাত
যখন তুমি দাঁড়াতে শিখবে, দেখবে-
চারপাশে সবাই হাঁটছে।
যখন তুমি হাঁটতে শিখবে
দেখবে-
পৃথিবীর সব কেমন দৌড়াচ্ছে।
যখন তুমি দৌড়াবে, দেখবে সবাই
তখন গতির বাহনে চড়ে আছে।
তারপর থেকে শুরু হবে তোমার
দৌড়!
গতির সাথে, সময়ের সাথে
প্রয়োজনে, অপ্রয়োজনে।
সরল পথ কিংবা দুর্গম গিরিতে
ফুলের পাঁপড়ি বিছানো পথে অথবা
কন্টকাকীর্ণ, ভাঙ্গা আর খানা-খন্দে ভরা।
কখনো আলোতে উদ্ভাসিত তোমার পথ
কখনো অমানিশার সাথি
কখনো সামনে তোমার অদৃষ্টের দেয়াল
তারপরও তোমায় দৌড়াতে হবে
হোঁচট খাও অথবা পা পিছলে পড়ো
রক্তাক্ত হও কিংবা আহত
পথ চলা তোমার দৌড়ে
নেই অবসর, নেই অবসর
নেই বিশ্রাম, নেই থামার সুযোগ
জীবন তোমার দৌড়ের সাথে
বিষয়: বিবিধ
৯৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবনের অপর নাম আজ 'দৌড়'
সামান্য পিছিয়ে পড়লে আর যেন রক্ষা নেই!
দৌড়ই সব আজ,ইচ্ছায় কিংবা অনিচ্ছায়!!
মন্তব্য করতে লগইন করুন