একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা।
লিখেছেন লিখেছেন udash kobi ০৩ মে, ২০১৫, ০৬:৪৬:০৬ সন্ধ্যা
যখন একটি নির্বাচনে নিচের বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে তখন তাকে একটি "অবাধ সুষ্ঠূ ও নিরপেক্ষ নির্বাচন" বলা যাবে।
(১) নির্বাচন কেন্দ্রগুলো আগের রাতেই সুন্দর ও স্বাভাবিক পরিবেশে পুলিশের সহায়তায় দখল করতে হবে এবং ব্যালট বাক্স নিজেদের আয়ত্বে রাখতে হবে।
(২) অসংখ্য মারেফতি ও ভৌতিক প্রদত্ত ভোট থাকতে হবে।
(৩) সরকারি দলের এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট রাখা যাবে না।
(৪) ভোটারদের ভোটকেন্দ্রে আসা ছাড়াই তাদের ভোট প্রদান করার ব্যবস্থা থাকতে হবে। যাতে ভোটারদের কষ্ট করে কেন্দ্রে না আসতে হয়।
(৫) নির্বাচনী পর্যবেক্ষক শুধু (নি/ক) তাদের পছন্দ মতো হবে।
(৬) কোনো রকম ভায়োলেন্স ছাড়াই বিরোধী বা বিদ্রোহী প্রার্থীদের কর্মী সমর্থকদের নির্বাচন কার্যক্রমের বাইরে রাখতে হবে।
(৭) প্রভুভক্ত কুকুরের মতো একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বায়ত্বশাষিত নির্বাচন কমিশন থাকতে হবে। যারা প্রকাশ্যে জালভোটের পরে হাসিমুখে বলবে= নির্বাচনটি অবাধ সুষ্ঠূ ও নিরপেক্ষ হয়েছে।
ঢাকা ও চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা উপরে বর্ণিত সবগুলো বৈশিষ্ট্যই দেখতে পাই। তাই এটিকে একটি অবাধ সুষ্ঠূ নিরপেক্ষ নির্বাচন না বলে উপায় কী?
বিষয়: রাজনীতি
৯৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন