সময়ের ভাইরাস!

লিখেছেন লিখেছেন udash kobi ০৭ জানুয়ারি, ২০১৫, ১১:১৯:৩৬ রাত

সময়ের ভাইরাস

- আহমাদ সা-জিদ(উদাসকবি)

স্মৃতির কোষে জমেছে ময়লা, সে তো বহুদিন-

হারানো স্মৃতি তাই আর উপচে পড়ে না ব্যদনায়!

মস্তিষ্কে কিলবিল করে ঘোরে অস্থিরতার কীটগুলো

ব্যথায় চিনচিন্ করে উঠে তাই; গভীর ভাবনায়।

রক্ত চোষে মন, রক্ত চোষে মস্তিষ্কের ইন্দ্রজাল

রক্তপায়ী জিভের গোড়ায়, লালসার শ্যাওলায় ঢাকা

ধামাচাঁপায় রাত-দিন, মাঝে মাঝে গোমড়ে উঠে।

না-পাওয়া, আর হতাশার ব্যদনকীটের উন্মত্ততায়

বারবার আমি মূর্ছা যাই, সীমাহীন যাতনার ক্রান্তিতে।

সূর্যটা মাথার উপরে জ্বলজ্বলে, গত তিনদিন ধরে

আমাকে জ্বালিয়ে পুড়িয়ে করে না অঙ্গার, শুধু_

গলে গলে পড়ে মস্তিষ্কের ইন্দ্রজাল। বুক চুঁইয়ে!

ঘুমাতে পারি না তাই, দুচোখ তো ঘুমায়, আমি জেগে থাকি

দেহের অঙ্গসব ঘুমিয়ে পড়ে চোখের সাথে

অন্তর শুধু জেগে থাকে; অন্তরঙ্গ স্মৃতির ছিন্নজালে!

স্মৃতির কোষে জমেছে ময়লা, সে তো বহুদিন-

এখন আর পুরনো স্মৃতি উপচে পড়ে না ভাবনায়

নিত্য-নতুন যাতনার ভার সইতে পারে না মস্তিষ্ক

মস্তিষ্কে ভর করেছে সময়ের নতুন ভাইরাস

সংক্রামিত বিষের ফোটা, বিকৃত জহর!

বিষয়: সাহিত্য

৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File