ডাইনী বুড়ি
লিখেছেন লিখেছেন udash kobi ১৬ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৩:৩৩ রাত
এক যে এক কানা ডাইনী
কানেও শোনে কম!
অভিশপ্ত জীবন যে তার
মানবাত্মার যম!!
স্বপ্ন ধূসর তারই চোখে
নষ্ট ঘুমের তাফালিং!
তার নিঃশ্বাসে সূর্য গ্রহণ
শয়তানের দুই শিং!!
মানবখেকো এই বুড়িটির
পড়ে না যার ছায়া!
নরবলিতে হয় সে তৃপ্ত
নাই যে দয়া-মায়া!!
আঁধার হলে পথ চলে
আলোতে তার ভয়!
মিথ্যে-ছলে ভালোবাসা
ন্যায়-পূণ্যে সংশয়!!
রক্ত দেখে দেয় সে হাসি
বিকৃত তার মন!
সৃষ্টি করে দাঙ্গা ফাসাদ
কাটায় সারাক্ষণ।।
রক্তচোষার শুনলে কথা
গা করে ছমছম!
এক যে আছে কানা বুড়ি
কানেও শোনে কম!!
************************
রোম, ১৬.১২.২০১৪
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাজ্য যে ছারখার।
টেনে হেছড়ে নামাতে হবে
রুদ্ধ যে সব দ্বার।
ধন্যবাদ।
রাজ্য যে ছারখার।
টেনে হেছড়ে নামাতে হবে
রুদ্ধ যে সব দ্বার।একমত
ধন্যবাদ
ন্যায়-পূণ্যে সংশয়!!
রক্ত দেখে দেয় সে হাসি
বিকৃত তার মন!
সৃষ্টি করে দাঙ্গা ফাসাদ
কাটায় সারাক্ষণ।।
এক যে আছে কানা বুড়ি
কানেও শোনে কম!!
হা--হা--হা ভাই, আজকের দিনের সেরা ছড়া ।
আলমগীর মুহাম্মদ সিরাজ ভাইয়ের সাথে একমত। বুড়ি যদি বুঝতো এই ছড়া, তবে আপনি ও নজরুলের মত জেলে যেতেন।
মন্তব্য করতে লগইন করুন