বিচিত্র জন্মভুমি

লিখেছেন লিখেছেন udash kobi ১৭ নভেম্বর, ২০১৪, ০৭:৫৮:১১ সন্ধ্যা

পৃথিবীর মহা বিস্ময়, বাংলার বনী আদম

যমের গলায় পড়িয়ে মালা, ডাকছি প্রিয়তম।

বিচিত্র বঙ্গভূমি! জন্মই যেন আজন্ম গলদ

গমচোরের হাতে লেখা আমারই "জন্ম সনদ"।

বিস্ময় জন্মভূমি; চমকিত চোখে করি অবলোকন

চরিত্রহীন লোকেরা করে আজ চরিত্রের সত্যয়ন।

বিচিত্র পৃথিবী! তারচে' বিচিত্র ধ্বংশলীলার গান

বিড়ির মোড়কেই মহাকাব্য- "ধূমপানে বিষপান"।

আমার জন্মভূমি, আমায় করলে হতাশ

শষ্যগুলো কেটে ফেলে আজ, মাঠ ভরা ঘাস।

শিকল-বন্ধনে শোনায়, মুক্তির মায়ামন্ত্র

সভ্য পৃথিবী! তার চেয়েও বড় বিস্ময় আমাদের গণতন্ত্র।

শোষণের বেড়ি পায়ে- "জনগণই ক্ষমতার উত্স"

খন্ডিত লাশে চলে নমূনা, বিস্ময় বিভত্স।

বিচিত্র জন্মভূমি! ধ্বংশের নৃত্যে করি বিজয়ের উল্লাস

গণতন্ত্রের মরা কাঁধে বেহুঁশ ভূমি, জনগণের ফাঁস।

আমার কেনা গোলাম, আমাকেই করে শাষণ

"ফালতু" লোকের দখলে আজ বিচারের আসন।

অবাক বিস্ময়ে দেখি, সাধূর ভিতরে চোরের বসবাস

সেলুকাস!জীবনটাই সেলুকাস!

বিষয়: বিবিধ

৭৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285266
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৪
ফেরারী মন লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে... ধন্যবাদ
285272
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : এ পর্যন্ত যে কটি আপনার কবিতা পড়েছি তার মধ্যে আমার বিচারে এটি শ্রেষ্ঠ৷ প্রতিটা লাইনই অর্থবহ ও জীবন্ত৷
শুভেচ্ছা লও হে কবি,
এমনই করেই এঁকে চল জীবনের ছবি৷
সে দিন বেশী দূরে নয়,
ঘাস নয় শস্য শ্যামল প্রান্তর পাব সুনি্শ্চয়৷
285273
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:০০
আফরা লিখেছেন : কবিতা অনেক অনেক ভাল হয়েছে । বর্তমান সমাজের বাস্তব চিত্র সুন্দর ভাবে ফুটে উঠেছে । আর বেশি বেশি লিখুন ।
285310
১৭ নভেম্বর ২০১৪ রাত ১১:৪১
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : ভালো লাগল।আজকের দিনে এইটাই বাস্তবতা। এই সমাজ পরিবর্ত্নে আমরা সবাই এগিয়ে না আসলে এইভাবেই আমাদের অপমানিত হতে হবে দিনে পর দিন। অনেক ধন্যবাদ - লিখার জন্য।
১৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
228860
udash kobi লিখেছেন : Thank you very much.be happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File