ইঁয়োল
লিখেছেন লিখেছেন udash kobi ১১ নভেম্বর, ২০১৪, ১০:২৩:১০ রাত
- আহমাদ সা-জিদ (উদাসকবি)
শীতের রাত!
জানালার পাশে বসে নববধু, কাঁপছে দুটি হাত!!
সারারাত জাগি!
দুরু দুরু বুকে, অপেক্ষা করছে যেন কার লাগি!!
ইয়োঁল দেখবে বলে!
সারারাত নববধু জেগে, কেরোসিনের বাতি জ্বেলে!!
মাগরিবের পরে!
শাশুড়ী বলেছিল, ভাল করে লাগিও কপাট, ইঁয়োল আসবে ঘরে!!
রাত্রি গভীর হয়!
কাকে দেখবে বলে বধূ, হিম-ভয় করেছে জয়!!
ইঁয়োল আসবে ঘরে-
কুয়াশার ঝাপটা গায়ে মেখে, বসে আছে কপাটটা ফাঁক করে!!
শাশুড়ী গভীর ঘোরে!
ঠান্ডায়, হতাশায় নববধু ম্রিয়মান, রাতের শেষে ভোরে!!
××××××××××××××××××××××××××
××××××××××××××××××××××××××
শাশুড়ী বললেন রেগে!
ইঁয়োল মেখেছো গায়ে; সারারাত জেগে?
নববধূর সর্দি-জ্বর!
বুঝে গেছে সে এখন; ইঁয়োল করেছে ভর!!
বিষয়: বিবিধ
৮১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন