নেতা ও জনতা
লিখেছেন লিখেছেন udash kobi ০৯ নভেম্বর, ২০১৪, ০৯:৪০:১২ রাত
১.
রাজনীতিবিদ ভর্তি একটি বাস দেশের প্রত্যন্ত অঞ্চল দিয়ে যাচ্ছিল।
এক পুরাতন কৃষকের খামারের কাছে গিয়ে বাসটি আকস্মিক দূর্ঘটনার কবলে পড়ে। বৃদ্ধ খামারি দূর্ঘটনার কথা শুনে বাসটি পর্যবেক্ষণে আসে এবং সব রাজনীতিবিদদের সমাহিত করার জন্য বড় এক কবর খনন করেন।
সবাইকে সমাহিত করে।
কিছুক্ষণ পর পুলিশ আসে এবং বৃদ্ধ কৃষককে প্রশ্ন করে দূর্ঘটনা কবলিত বাসটি সম্পর্কে। সে জানতে চায় রাজনীতিবিদদের কী অবস্থা?
কৃষক জবাব দিলো: তাদের সবাইকে কবর দেয়া হয়েছে।
পুলিশের চোখে সন্দেহ: তা্দের সবাই কি মারা গিয়েছিল?
:
:
:
কৃষক: না। তাদের কেউ কেউ অবশ্য বলেছিল যে, তারা জীবিত। কিন্তু আপনিতো ভালো করেই জানেন, তারা কত বড় মিথ্যুক
*******************************************************
সংগৃহীত
০২.
একদিন এক সবজি বিক্রেতা সেলুনে গিয়ে চুল কাটালেন এবং বিল পরিশোধের সময় ক্ষৌরকার বললেন, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।
সবজিবিক্রেতা খুশি হয়ে চলে গেলেন।
পরের দিন সেলুন খুলতে গিয়ে ক্ষৌরকার দেখলেন দরজার সামনে একটি "ধন্যবাদ পত্র" ও সাথে এক ব্যাগ তাজা সবজি।
সেই দিন এক মুদি দোকানদার আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় ক্ষৌরকার বললেন, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।
মুদি খুশি হয়ে চলে গেলেন।
পরের দিন সেলুন খুলতে গিয়ে ক্ষৌরকার দেখলেন দরজার সামনে একটি "ধন্যবাদ পত্র" ও সাথে এক ব্যাগ মুদি সামগ্রী।
সেইদিন এক রাজনীতিবিদ আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় ক্ষৌরকার বললেন, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, আপনার কাছ থেকে বিল নিতে পারব না।
নেতা খুশি হয়ে চলে গেলেন।
পরের দিন সেলুন খুলতে গিয়ে ক্ষৌরকার দেখলেন দরজার সামনে এক ডজন নেতার লাইন চুল কাটাবে বলে।
এই হলো আমাদের সাধারণ জনতা আর নেতার মৌলিক পার্থক্য!
বিষয়: বিবিধ
১০০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগেও পড়েছি।
মন্তব্য করতে লগইন করুন