অনুজীবী (আষাঢ়ে গল্প)

লিখেছেন লিখেছেন udash kobi ০৭ নভেম্বর, ২০১৪, ০৭:৪৬:৪৬ সন্ধ্যা

- আহমাদ সা-জিদ (উদাসকবি)

তোমার উপর পৃথিবীর চক্র, দিন থেকে রাতে

সূর্যের আলোকরশ্মি, প্রবাহমান গতি

প্রতিটি সময়, প্রতিটি প্রহর।

পার হওয়া মহাকাল, সৃষ্টিশীল এক ইতিহাস

চাঁদের বেড়ে উঠা কিংবা নক্ষত্রের মহামিলন

অদ্ভুত মহাশূন্যতা থেকে মাটির কারুকার্য

সবকিছু শুধু আমাদের জন্য!

তোমার পায়ের গতিবিধি, হাতের শিল্পতা

ভাষার ব্যবহার কিংবা বাক্য ব্যায়

অলস সময় কাটানো অথবা বীজন ভ্রমণ

সবকিছু তোমার, শুধু আমাদের জন্য।

তোমার খাদ্য গ্রহণ অথবা পানি পান

পেটের অন্ত্রে ভোজন বিলাস কিংবা

রঙিন জলের নৈশ বিহার

এসব শুধু আমাদের জন্য।

কোনো অশ্লীলতার পানে চেয়ে থাকা

অথবা কোনো মন্দতায় অংশ গ্রহণ

অপাত্রে তোমার সময় ক্ষেপণ

অথবা অতল সীমানায় দৃষ্টিবিলাস

সবকিছু শুধু আমাদের জন্য।

তোমার জন্ম, বেড়ে উঠা

তোমার বেঁচে থাকা, ভোগ গ্রহণ

তোমার জীবন, তোমার মৃত্যু

আর স্বার্থের জন্য ত্যাগ-

শুধু আমাদের জন্য।

তোমার কদর্যতা, শ্রীহীন পবিত্রতা

তোমার আঘাত, কারো রক্ত ক্ষরণ

কারো প্রাণ গ্রহণ, অপরূপ বিভত্সতা

সামাজিক বোধের গেরণ, মূল্যগ্রাস!

প্রেমময় ধ্বংস কিংবা অস্থিরতা

সবকিছু শুধু আমাদের জন্য

সমাজ সেবায় আমাদের জন্য!

***********************

পুনশ্চ: আমাদের চারপাশ ঘেরা কত শত সমাজ সেবক দ্বারা।আমাদের আর কী চিন্তা!

বিষয়: বিবিধ

৮০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282065
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
পুস্পিতা লিখেছেন : উদাস কবির কবিতা মনে হয় আমি এই প্রথম পড়লাম। ভাল কবিতা লিখেন মনে হচ্ছে। ধন্যবাদ।
282099
০৭ নভেম্বর ২০১৪ রাত ১০:০৪
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ।
টুডে ব্লগে স্বাগতম।
Rose Rose Rose
282472
০৮ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৩
udash kobi লিখেছেন : এই ব্লগে নতুন, তাই হয়তো কবিতা পড়া হয়ে উঠেনি....
ধন্যবাদ সবাইকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File