মৌলবাদী ও জঙ্গী শব্দের ব্যবচ্ছেদ-

লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:১৫:২৬ রাত

উভয় শব্দের নিজস্ব একটা সাধারন অর্থ আছে। আবার এদের ব্যাপক প্রচলিত উদ্দেশ্য মূলক অর্থও আছে।

স্বাভাবিক অর্থ- মৌলবাদী ইংরেজীতে ফান্ডামেন্টালিষ্ট বা ফাউডেশন কে আকড়ে থাকা ব্যাক্তি বা দল। যারা মূলনীতিকে কখনো লংঘন করেনা। তথা মূল বাদী। বর্তমান অবস্থা বা পারিপার্শ্বিকতার উর্ধে উঠে সকল কিছু ত্যাগের বিনিময়ে হলেও যারা ধর্মের মূল বিষয়কে গ্রহণ করে রাখে তারা ধর্মের দিক থেকে মৌলবাদী। আবার যে শিক্ষক শিক্ষাগত মৌলনীতি আকড়ে রাখে সে পেশার দিক থেকে মৌলবাদী। এভাবে প্রত্যেক আদর্শবানই মূলত মূলকে ধারন করেন বলেই আইডিয়াল বা আদর্শ হতে পারেন। কারন সূত্রের আলোকে চললে আপনি হবেন আদর্শ।

জংগির সাধারন অর্থ সেনাবাহিনি বা জংগ কে ধারনকারী। শব্দটা ফার্সি। ফার্সি ভাষায় সেনাবাহিনিকে জংগি বলা হয়। ঠিক তেমনি অস্ত্রধারী কেও সেনা বা জঙ্গী বলে। যেমন জঙ্গি মিছিল। জঙ্গি বিমান। ইত্যাদি সাধারন অর্থ।

প্রচলিত উদ্দেশ্যমূলক অর্থ- কোন একটা বিষয়কে সকল প্রকার যুক্তি তর্কের ওপরে উঠে একতরফা আকড়ে থাকাই মৌলবাদিতা। যেমন বিজ্ঞান বলছে নারী পুরুষ সমান। আপনি ধর্ম মতে সমান বলছেন না। বরং দুইয়ে মিলে স্বয়ংসম্পূর্ণ বলতে চাচ্ছেন। আবার বিজ্ঞান বলছে সৃষ্টিকর্তা নেই, আপনি বলছেন আছে। কিন্তু আপনি কারো কারো আকাঙ্ক্ষার আলোকে প্রমাণ করতে পারলেন না তখন আপনাকে তারা বলবে আপনি মৌলবাদী। এটা শব্দের অপব্যাক্ষার প্রয়োগ মাত্র।

আর জঙ্গি বলতে অপ্রপচার কারীরা অবৈধ অস্ত্রধারীদের বোঝায়। বিষয়টা ঠিক এমন- মুক্তিযোদ্ধাদের পাকিস্তানিরা বলত সন্ত্রাসী আর আমরা বলতাম জাতীর গর্বিত শ্রেষ্ঠ সন্তান। আবার আমরা বিএসএফ কে ঘৃণা করলেও ইনডিয়ানরা তাদের বীর ভাবে।

বিষয়টি কন্ট্রাডিক্টেড। একপক্ষ ইন্ডিয়ান বাহিনীকে হানাদার ও কাশ্মীরি স্বাধীনতাবাদিকে মুক্তিযোদ্ধা বলে, তো অন্যপক্ষ কাশ্মীরি মুক্তিযোদ্ধাদেরই জঙ্গি বলে।

দেখবেন- খ্রিষ্টানদের হাতে প্রতিদিন ইউরোপে যে মসজিদে হামলা করে আগুন দেয়া হচ্ছে সেক্ষেত্রে অপরাধীকে জঙ্গি বলা হচ্ছেনা। আবার ন্যায়-অন্যায় সকল ক্ষেত্রেই মুসলিমদের প্রতিরোধকে বলা হচ্ছে জঙ্গিবাদীতা।

সূতরাং- মৌলবাদী ও জঙ্গি শব্দ দুটি নিজেরাই সাম্প্রদায়িক শব্দ। যাদের ব্যবহার মূলত 'মুসলিম বিদ্বেষী'।

তাই একজন মানবতাবাদী হিসেবে শব্দদুটির তীব্র নিন্দা করি।

অন্যদিকে শব্দগুলির সাধারন অর্থের কারনে এই শব্দদুটি আমরা আমাদের জীবনের জন্য তীব্র ভাবেই আকাঙ্ক্ষা করি! একজন প্রকৃত মুসলিম হিসেবে ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে দাঁড়ানোর জন্য নিজেদেকে একেকজন ইসলামী মৌলবাদী সেনাবাহিনীর গর্বিত সদস্য হিসেবেই দেখতে চাই। আমরা ন্যায়ের পক্ষে নিছক ছা-পোষা টাইপ নীরিহ ঘরকুনো নয় বরং সক্রিয় ব্যাক্তিত্বই হতে চাই।

(বিঃদ্রঃ ইসলাম মধ্যমপন্থীদের ধর্ম বলেই সকল প্রকার উগ্রতা ও চরমপন্থাকে ঘৃণা করে।)

বিষয়: বিবিধ

১৪৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306725
০১ মার্চ ২০১৫ রাত ০৮:২৭
ইসলামী দুনিয়া লিখেছেন : সুচিন্তিত লেখার জন্য ধন্যবাদ।আমার ব্লগে আমন্ত্রন রইল।
০৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৯
248408
রাহমান বিপ্লব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File