গোলাম মাওলা রনি আপনি অবাক হয়েছেন, ভুল বলেছেন, উপদেশ দিয়েছেন।
লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ০২ জানুয়ারি, ২০১৫, ০৪:১৮:১৬ বিকাল
১-
...কিন্তু আপনি জামায়াতের ভাবনাকে ছুঁতে পারেন নি,
এটাই আপনার লেখা নিয়ে আমার মত একজন সাধারন শিবির কর্মীর মূল্যায়ন।
আপনাকে অবাক করে দেয়া "আধুনিক" ছেলেরা তো
সেই আধুনিকতাকেই ঝেঁটিয়ে বিদায় করা ভদ্র ছেলে!
যারা আনুগত্য আর শ্রদ্ধার "সেকেলে" ধারাটি
সমাজের দশটি ছেলের বাইরে গিয়ে হলেও ধারণ করে রেখেছে।
আপনার বর্নিত বুদ্ধিজীবি, কবি, অধ্যাপকদের সাথে মতবিনিময় করুন!
প্লিজ তাদের জিজ্ঞেস করুন জামায়াতের কোন নেতার সন্তানকে তাদের সন্তানদের জীবনসঙ্গী করার
তারা চেষ্টা করছেন কিনা, অবশ্যই কাউকে না কাউকে পাবেন,
অবশ্যই তারা ব্যার্থ হবার বার্তাটাই আপনাকে দেবেন।
ভুল বলেছেন আপনি জামায়াতের উদ্দেশ্য নিয়ে। ভুল বুঝেছেন আপনি জামায়াতের লক্ষ্য!
যার জন্য আপনার দেখা চলমান রাজনীতি
আর দলের নেতাদের ইন্টেনশনকে ভিত্তি করে
জামায়াতের লক্ষ্য অনুধাবনের চেষ্টা করেছেন।
স্বভাবতই পেয়েছেন তাদের সফলতা আরা ব্যার্থতার ভুল ধারনা।
হ্যাঁ আমাদের ব্যার্থতা আছে, আমাদের সফলতা আছে।
তবে-
আমাদের হিসাব সুত্রের কাছাকাছিও আপনার সুত্র-অবস্থান দেখাচ্ছেনা।
আপনি এই 'ভিত্তিতে'ই ভুল করায় আপনার উপদেশ গুলো স্বাভাবিক ভুল হয়েছে।
হ্যাঁ! এটা ঠিক!
ইসলামের সৌন্দর্যই ইসলামের মাথাকে তুলে রাখে।
আর সে সৌন্দর্য দেখতে হলে নিঃশর্ত ও সার্বিক আনুগত্যের ভেতর দিয়েই যেতে হবে।
ইসলামকে বুঝতে হবে ইসলামের রঙেই!
অন্যের রঙে ইসলামের রঙ যে একটাই!
"ধুসর"।
২-
"মানবতা"র মানদন্ড কোনদিন পশ্চিমাদের স্ট্যান্ডে হলে সেদিন পুরোটাই ইসলামের বিরুদ্ধের দিন!
মিশরের গণতন্ত্র-মানবাধিকার "ইসলামের জন্য প্রযোজ্য ছিলোনা!
জামায়াতের জন্যও থাকে না।
আমরা যখন কথা বলি তখন তা "মিন" করি।
এ জন্য আমরা মুসলিম দাবি করি!
আপনারা আট দশটা মার্ডার করেও আপনাদের
স্বাভাবিক পালসের ক্যালকুলেশনে মুসলিম থেকে যান।
জামায়াত ৭১ এ যা করেছে তা "মিন" করেই করেছে।
জামায়াত অপরাধ মূলক কর্মের সঙ্গে জড়িত না থেকেই মূল দাবি পূরণ করে গেছে।
(যা আপনার দ্বারা স্বীকৃত হয়েছে)
যা ছিলো, দেশকে নিরাপদ রাখার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য!!
আজও আপনারা "স্বাধীনতার" অর্থই বুঝলেন না,
আপনার মত চেতনার মানুষেরা হয়েছেন স্বাধীনতা উত্তর
বাংলাদেশের নীতি নির্ধারক!
আজও আমি এ প্রজন্মের জামায়াত সমর্থক হিসেবে
অধ্যাপক গোলাম আজম, মুজাহিদ দের মতই "দাম্ভিক!" ঘোষণা দেই-
"আমরা আজ ইন্ডিয়ার দ্বারা পরাভূত হয়ে গেছি।
আমাদের স্বাধীনতার সূর্য ডুবতে শুরু করেছে ১৯৭১ এর পর থেকেই!
ফলে সেটা 'মুক্তি'-যুদ্ধ হতে পারে না।
আমরা 'মিন' করেই কথা বলি। আমরা 'মিন' করেই কাজ করি।
আমরা দুনিয়ার লাভ-লোকশান দেখে, ক্ষমতায় যাবার শর্ট-কাট খুজতে গিয়ে
নীতিহীন হইনি, হচ্ছিনা, হবনা!
আমরা যতটা প্রকাশিত ততধিক ইসলাম ভিত্তির ওপর মৌলবাদী। ফলে সাধারন ভাবে দেশের সাধারন জাতীর লোকেরা ভুল নন। জামায়াতও ভুল নয়। ভুল হলেন ব্যাক্ষ্যাকারীগণ!
যারা বুঝতেও পারেন না, জনগণ মুহুর্তেই অবস্থান পরিবর্তণ করে বহু
ফেলনা নেতার সৃষ্টি করেছে ইতিহাসের প্রতিটি তাতপর্যপূর্ণ ক্ষণে।
"সেই বিস্ময়কর বাস্তবতাগুলোর" ভিত্তিতে- সময়ের শ্রোতের আবর্তন-নেশায় মত্ত নেতা
কিংবা নেতাদের গতির বিশ্লেষকগণ কর্তৃক ক্যালকুলেশন না মেলাটাই কি
"স্বাভাবিক" নয়?
বিষয়: রাজনীতি
১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন