একতরফা কোটা সুবিধা নিয়ে চাকমারা যেখানে ৯৫ ভাগ শিক্ষিত সেখানে মূল জনগোষ্ঠী তথা সারা দেশের বাঙ্গালীরা মাত্র ৪২ পার্সেন্ট শিক্ষিত!
লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৪:১৯:০১ বিকাল
...অন্যদিকে পার্বত্যাঞ্চলকে যদি অনুন্নত ধরে পার্বত্য উন্নয়নের ভিত্তিতে উপজাতিদের কোটা দেয়া হয় তাহলে পার্বত্য বাঙ্গালীরা মাত্র ৭ পার্সেন্ট শিক্ষিত হয়ে কীকরে ন্যায্য সুবিধা লাভ করেন?
কী করে চাকমারা আরও চায়?
দরিদ্র দেশটার কাছে আর কত চায়?
তাদের আর কীভাবে দিতে পারে বাংলাদেশ?
এবার সেজন্য "পার্বত্য চট্টগ্রামটাই" নিয়ে নিতে চাচ্ছে।
গোটা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে একসময়ের এসব বন্যগুলো আর যখন তখন জাতীসংঘের সামনে গিয়ে, ন্যাটোভুক্ত দেশগুলোর পার্লামেন্টের সামনে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনিকে শান্তি মিশন থেকে বহিস্কারের দাবি করে শ্লোগান দিচ্ছে!!
আমাদের অবশ্যই এই নির্লজ্জ উপজাতিকে ঘাড় ধরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। তানা হলে এসব চেঙ্গিস খার বংসধরেরা আমাদের দরিদ্র দেশটাকে শান্তিতে থাকতে দেবেনা।
স্বচিত্র প্রমাণ দেখুন
বিষয়: বিবিধ
৯১৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে আশায় রইলাম
সমগ্র বাংলাদেশের দশ ভাগের এক ভাগ অঞ্চল নিয়ে গঠিত এই পার্বত্য চট্টগ্রাম।
নিরাপত্তা গত দিক থেকে বার্মাকে পাহাড়ি অঞ্চল একটি প্রাকৃতিক ঢালের মাধ্যমে ঐতিহাদিক ভাবে আলাদা করে এ অঞ্চলকে দিয়েছে দৃঢ় নিরাপত্তা।
এ অঞ্চলে সুবিশাল ইউরেনিয়াম ভান্ডার পশ্চিমাদের আকর্ষণ করে।
সেক্ষেত্রে চাকমাদের নির্দিষ্ট করে কোটা থেকে বাদ দেয়া যেতে পারে।
আর পার্বত্য বাঙ্গালীদের করুন অবস্থা বিবেচনায় অন্যান্য বঞ্চিত নৃগোষ্ঠির সাথে একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোটা দেয়া উচিত। এ অঞ্চলে বাঙ্গালীদের চেয়ে মারমারাও শিক্ষা ও চাকরির দিক থেকে অনেক এগিয়ে।
সে আশায় রইলাম
মন্তব্য করতে লগইন করুন