===> পার্বত্য শান্তি চুক্তি ***!! নস্যাৎ করে দিয়েছে প্রথম দিনই-
লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ২২ ডিসেম্বর, ২০১৪, ০৬:১০:০০ সন্ধ্যা
"পার্বত্য শান্তি চুক্তি সম্পূর্ণ সংবিধান পরিপন্থি বিধায় অগ্রহনযোগ্য। সংসদের অনুমোদনও নেই এই চুক্তিতে।" এই স্বাভাবিক কথাকে উহ্য রাখলেও তা বাতিল হয়ে গেছে শর্ত ভংগের কারনেই।
১- চুক্তি হয়েছিল উপজাতিদের সর্বজন গ্রাহ্য প্রতিনিধির সাথে, অথচ চুক্তির সাথে সাথে উপজাতিদের সবচেয়ে বড় অংশ একে অগ্রহন করার মাধ্যমেই সন্তু আর উপজাতিদের একক প্রতিনিধি থাকেননি।
২- এমনকি "উপজাতিদের" সাথে চুক্তি করা হলেও তারা সকলেই এখন নিজেদের সেই 'উপজাতি' পরিচয় অস্বীকার করে 'আদিবাসী দাবি করে' শান্তিচুক্তিকে অস্বীকার করে যাচ্ছে।
তাই এই বিরোধের মিমাংসা আগে হতে হবে।
৩- বিশেষ করে শান্তিচুক্তির প্রথম ও প্রধান শর্ত "অস্ত্র ত্যাগ করা"! সেটা হয়নি।
সেটা তারা ভংগ করেছে শুধু নয়, আজ অবধি অস্ত্রের সংখ্যা বহুগুণ বাড়িয়েছে এবং প্রকাশ্য সন্ত্রাসী দলের সংখ্যা এখন হয়েছে আগের চেয়ে অন্তত তিন গুন! অপ্রকাশ্য অসংখ্য দল-উপদল তারা তৈরি করেছে!!
ফলে**-
#শান্তিচুক্তি সাংবিধানিক ভাবে যেমন নস্যাৎ হয়ে গেছে, ঠিক তেমনই ১৯৯৭ সালের সেই ২ ডিসেম্বরের প্রথম দিন থেকেই শান্তিচুক্তি হবার পরক্ষনেই তা নস্যাৎ করে অস্ত্র হাতে ধারন করে রেখেছে সবচেয়ে বড় উপজাতীয় গ্রুপ ইউপিডিএফ! আর তাদের দমনের নামে শান্তি বাহিনিও অস্ত্র ত্যাগ করেনি!!
#ফলে উপজাতিরাই নস্যাৎ করে দিয়েছে তথাকথিত চুক্তি।
*সংবিধান পরিবর্তণ করা সম্ভব, কিন্তু উপজাতিদের এই গাদ্দারিমূলক শর্তভংগ শান্তিচুক্তিকে পূনরায় ফিরিয়ে জীবিত করার কোন সুযোগই আর রাখেনি! (উপজাতীয় চুক্তির পক্ষ ও বিপক্ষের সন্ত্রাসীরা!)
সূতরাং শান্তিপ্রিয় সাধারন মানুষের প্রাণের দাবি-
চলমান প্রকৃত অবস্থার স্বীকৃতি দিয়ে, অবিলম্বে এই বিভ্রান্তিমূলক, নাগরিক অধিকার ক্ষুণ্যকারী ও একতরফা "শান্তিচুক্তি" নস্যাৎ হয়ে গেছে বলে আনুষ্ঠানিক সরকারী ঘোষণার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসীমুক্ত করার অভিযান জোরদার করতে হবে দৃঢ় হস্তে।
স্বাধীনতা-স্বার্বভৌমত্ব খেলার বস্তু নয়। মাত্র দুই একটা বহিরাগত সন্ত্রাসীদের হাতে তা জিম্মি হয়ে থাকতে পারেনা!!
বাংলাদেশ স্বাধীন কর!!
উপজাতি বাঙ্গালী সকলের সমান ও সাংবিধানিক নাগরিক অধিকার রক্ষা কর!
আমরা বাংলাদেশী এটাই আমাদের প্রধান পরিচয়!
{ছবিগুলো উপজাতিদের স্বশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির প্রমাণ। প্রমাণ তাদের দেশদ্রোহী মনোভাবের!! যা থেকে বোঝা যায় শান্তিচুক্তিকে নস্ট করে দিয়েছে এরা প্রথম দিন থেকেই! এমন হাজার ও লাখো প্রমাণ আমাদের হাতে রয়েছে।}
-রাহমান বিপ্লব
https://m.facebook.com/media/set/?set=a.352475204937098.1073741831.347137525470866&type=3&uploaded=25" target="_blank" target="_blank" rel="nofollow">ছবি
বিষয়: আন্তর্জাতিক
৮০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন