চোরের পুরস্কার লাখ টাকা! সাথে বাংলাদেশ বিচ্ছিন্নতা ফ্রি!!!

লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ২১ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩৮:৫৪ রাত



ইউপিডিএফ!!!-

এরা বাঙ্গালীদের ১২ একর জমীর ফলবান আনারস এক রাতে ৩০০র অধিক সন্ত্রাসী দিয়ে কেটে সাফ করে দিয়েছে!

বিগত কয়েক বছর চাঁদা দেয়ার পরেও এভাবে রাতের আঁধারে চলা সন্ত্রাসীপনার কারনে ফসলের দেখা পায়নি বাঙ্গালী গরীব কৃষক!

*ফলাফল!!-

"এবার আর ছাড় নয়"- এমনসব নির্যাততদের কাছে এমন দৃপ্ত শপথের কথা শুনে সবাই খুব খুশি হয়!!

মুখে মুখে বাহবা দেন!!

এরা তা-ই করেছিলো! সকালে জমীতে গিয়ে এ অবস্থা দেখে তারা আবার আর চুপ করে থাকতে পারেননি! সন্ত্রাসীদের বাড়িতে গিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে যান!!

হলোটা কী!!?-

হঠাত দেখা গেল তাদের থেকে অনেক দূরে কিছু ভংগুর কুড়ে বাড়িতে আগুন ধরে গেল! কীভাবে ধরল? কারা করল এমন অমানবিক কাজ?

প্রত্যেকবার সন্ত্রাসীরা বাঙ্গালীদের বাগান/জমি ধ্বংস করে যে কাজটি করে এসেছে তা এবারও করেছে তারা। অপকর্ম করে সন্ত্রাসীরা চলে যাবার সময় একটি/দুটি উপজাতি বাড়ীতে আগুন দিয়ে দেয়!

এর নাম স্বাধীনতা আন্দোলন!!-

গোটা বিশ্ব দেখুক সোনায় মোড়ানো বিপুল বৈভবের মালিক পার্বত্য বাঙ্গালী কৃষকই তাদের জমি-জিরাত শেষ করে দিয়ে উপজাতিদের ভাঙা ঘর আগুন দিয়ে দিয়েছে!

**সারা বিশ্ব দেখেছে!!-

সাথে সাথে লীড নিউজ হয়েছে প্রথম আলো গং আর ব্রিটিশ ব্রডকাষ্টিং কর্পোরেশনের (বিবিসি) খবরে!!

যোগবিয়োগে চুড়ান্ত ফলাফল?-

সারা দেশের বাঙ্গালীরাই নীরিহ বাঙ্গালীদের দিকে থু থু ছিটিয়ে সারা বছরের অন্ন দান করে দিয়েছে! জমির ফসল হারানো কৃষকের খাদ্যের এবার অভাব হলনা। তার জ্ঞাতী ভাই তথা বাঙ্গালী ও বিশ্বের মানুষের ঘৃণার থুথুও তাদের খাদ্য হয়েছে বিজয়ের মাসে, বিজয়ের দিন ১৬ ডিসেম্বরে!

উপজাতিরা ৬১ টি পরিবার (আশেপাশের বহু দূরের গ্রাম মিলিয়ে সর্বমোট পরিবার!) ১ লাখ টাকা করে নগদ গ্রহণ করেছে স্থানীয় ডিসির হাত থেকে। কুড়ে ঘর এবার উঠবে দালান হয়ে! স্থানীয় ডিসি, আন্তর্জাতিক সংস্থা তাদের সব কিছু ঢেলে দেবে এবার!!

*এই হল একটি অঞ্চল বিচ্ছিন্ন করার সরল সোজা পথ!

বাঙ্গালী চিরোদিন গরীব রবে!

উপজাতিরা স্বাধীনতা আন্দোলনের বিনিময়ে ধণী হবে!

সরকার আর আন্তর্জাতিক সংস্থাগুলো করবে উচ্চাকাংখিত সাহায্য!

মিথ্যা ঘৃণার থুথু দিয়ে বাঙ্গালী গোছল করে হবে পবিত্র! যে পবিত্রতায় কোন ভেজাল নেই! ভুল বুঝে ছিটানো এক গাদা থুথু বন্যায় কোন খুঁত থাকতে পারে কি?

"একাত্তরের শহীদ তোমরা! ঘুমাও শান্তি ছায়ায়...!"

"সন্তু লারমা"-

৩০ হাজার বাঙ্গালীর খুনি, শান্তিবাহিনির প্রধান এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে পার্বত্য চট্টগ্রামে ফিরে গেছে! তারই ফল দেখছে গোটা দুনিয়া!

জয় অত্যাচার! জয় মিথ্যাচার!

জয় সন্তুর অসহযোগ! জয় প্রসিতের সন্ত্রাসীপনা!

জয় হলুদ মিডিয়া!

জয় জুম্মাল্যান্ড!

-রাহমান বিপ্লব

(প্রত্যেকটা ছবি গুরুত্বপূর্ণ! একটু দেখবেন কষ্ট করে)

ডকুমেন্টস

বিষয়: আন্তর্জাতিক

৮৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296276
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গোটা দেশাটাই তো ওদের হাতে!!!
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
239979
রাহমান বিপ্লব লিখেছেন : আসলেই তাই! সারা দেশের সরকারী প্রতিষ্টানগুলোতে ওদের রয়েছে নির্ধারিত কোটা। অন্যদিকে শান্তিচুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীরা বাড়ী/জমি ক্রয় কুরতে পারবে না। তাছাড়া পার্বত্য চট্টগ্রামের প্রায় সকল প্রশাসনিক পদ উপজাতীয়দের জন্য সংরক্ষিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File