তালগাছটির মালিক কে? (২য় পর্ব)

লিখেছেন লিখেছেন স্বপ্নালোক ১০ নভেম্বর, ২০১৪, ০২:০৪:৩৩ রাত

সজিব শেখ সুবিধা পাওয়ায় আইলের পাশে আরো কয়েকটি তালগাছ রোপন করে। তার ভাই করুন শেখ ভবিষ্যত নিয়ে খুব ভাবে। তিনি সজিব শেখের একচ্ছত্র জমি দখল করার ভয়ে ভাইকে ভয় দেখানোর চিন্তা করে। কিন্তু সজিব শেখ খুব সাহসী। সেও কম নয়। তার পূর্ব চিন্তার আরো প্রসার ঘটায়। জমি সে দখল করবেই। এবার সোমিনের কাছে পরামর্শ চায় করুন শেখ। সোমিনও ভাইদের মাঝে দ্বন্দ এটে দেওয়ার লক্ষ্যে সজিবকে হত্যার কুমন্ত্রণা দেয়। অবশেষে করুণ শেখ তার ছেলেদের নিয়ে সজিব শেখকে হত্যা করে অতি সন্তর্পনে। পাশের মোল্লা সাহেবের ফতুয়া শুনে প্রেসার বেড়ে যাওয়ার অজুহাত দিয়ে সজিব শেখের মৃত্যুর খবর ছড়িয়ে দেয় সবখানে। করুণ শেখ ও তার ছেলেরা বেদনার্ত হৃদয়ে দাফন কাফনের আয়োজন করে। মোল্লা সাহেবও তার অজুহাতে মৃত্যুর খবর পেয়ে পালিয়ে বেড়াচ্ছে। দিন যায়, রাত আসে। একদিকে মোল্লা সাহেব ঐ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ঐ সুবাদে করুণ শেখ ও তার ছেলেরা মোল্লা সাহেবও অপপ্রচার চালাচ্ছে। সজিব শেখের কন্যাদ্বয় পিতৃশোকে অধীর হলেও মানুষের ভালবাসা নিয়ে বড় হচ্ছে। চাচা করুণ শেখ জমি সব চাষ করে যা পায় তা থেকে সজিব শেখের পরিবারের জন্য পাঠিয়ে দেয়। এতে খেয়ে পরে কন্যা দুটির সোনার চেহারা দেখে দেখে দিন কাটান সজিবে স্ত্রী।

(চলবে)

বিষয়: সাহিত্য

৯২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File