অতঃপর বিয়ে !

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৬ জুন, ২০১৬, ০২:৪৩:৩৮ দুপুর

বিয়ে নিয়ে সিরিয়াস এমন আবিয়াত্তার সংখ্যা হাতে গোনা। সারাদিন বেক্রুম বেক্রুম বলে চিল্লাইলেও পাত্রী এনে দিলে তালবাহানা দেখায়। এই সেই , ফ্যামেলি মানবে না , হেন তেন কতো কিছু।

এটা গেলো ছেলেদের কথা। মেয়েদের কথা কি আর বলবো! ওটা তো আরো ভয়ংকর ব্যাপার । "নিজের মতের পক্ষে" শুধু ইসলামকে টেনে আনার ঘটনা খুব বেশী ঘটে। ছেলের প্রত্যেকটা বিষয় যেভাবে খুটিয়ে দেখে তাতে "মেয়ে গরুর মতো দেখা" আর ছেলেকে গরুর মতো দেখার মাঝে কোন তফাৎ নাই।

আবিয়াত্তাদের এই জিনিসটা বুঝা উচিত আপনার যেরকম রিকুয়ারমেন্ট হবে সমপরিমান রিকুয়ারমেন্টের অধিকার "তারও" আছে। আপনি প্রাক্টিক্যাল মুসলিম "বিল গেটস" চাইলে তারও প্র্যাকটিক্যাল মুসলিমাহ "ক্যাটরিনা" চাওয়ার অধিকার আছে।

আপনি ফ্যামেলি, একাডেমিক সহ সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখবেন আর ভাববেন "সে" আপনাকে চোখ বন্ধ করে গ্রহন করবে?

আপনি ৫ ফিট ৮" চাইবেন আর তার কি ৫ ফিট ৬" চাওয়ার অধিকার নাই?

বিয়ের আগেই যদি নিজের অধিকার নিয়ে, নিজের পছন্দ নিয়ে এভাবে কামড়াকামড়ি করেন তবে বিয়ের পরে যে কি হবে !!!!!

সেক্রিফাইস মূলক মনোভাব না থাকলে বিয়ের আগেও যেমন খুতখুতানী থাকবে, বিয়ের পরেও এটা নির্মুল করতে পারবেন না

এতো ভাবার , খুটিয়ে দেখার খুব বেশী কিছু আছে বলে মনে করি না , কারন আল্লাহর উপর আপনার ভরসাটা যদি সেই পরিমান থাকে তবে আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। স্বালাতের পরে যদি আপনার চাওয়াতে "সেইরকম" কোন মুসলিম/মুসলিমাহ কথা থাকে, এর বিপরীত পাবেন বলে মনে হয় না।

বিষয়: বিবিধ

১৫৪৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372151
১৬ জুন ২০১৬ দুপুর ০৩:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চট্টগ্রামের একজন কলেজ অধ্যাপক অনেক বয়সেও বিয়ে করতে পারেন নাই। কারন উনার পছন্দের ক্যাটেগরি ছিল এমন ভয়ংকর। আমার আব্বা তার সিনিয়র অধ্যাপক ছিলেন। একবার কলেজের অধ্যক্ষ রসিকতার ছলে আমার আব্বাকে সেই অধ্যাপক এর জন্য মেয়ে দেখতে বললে আব্বা জবাব দেন যে মেয়ে দেখার আগে ওকে একটা আয়না কিনে দেওয়া দরকার। আগে নিজের মুখ দেখুক!!
১৬ জুন ২০১৬ রাত ১০:১২
309006
মুসা বিন মোস্তফা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
372173
১৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
ক্রুসেড বিজেতা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ।
১৬ জুন ২০১৬ রাত ১০:১২
309007
মুসা বিন মোস্তফা লিখেছেন : Straight Face Straight Face
372183
১৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:০৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু! সুন্দর বলেছেন সবুজ ভাইয়ের আব্বা।
372192
১৬ জুন ২০১৬ রাত ০৮:০১
হতভাগা লিখেছেন : বিয়ের ব্যাপারে খুঁতখুঁতে হবার জন্য সাফারার হয় বেশী মেয়েরাই , কারণ ক্যারিয়ারিস্ট মেয়ে নিশ্চয়ই তার ক্যালিবারের চেয়ে কম ক্যালিবারের কোন ছেলেকে বিয়ে করবে না ।

ছেলেদের সেরকম সমস্যা নেই
১৬ জুন ২০১৬ রাত ১০:১২
309008
মুসা বিন মোস্তফা লিখেছেন : Winking Winking
১৮ জুন ২০১৬ সকাল ১০:১৬
309139
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক বলেছেন ভাই।
372352
১৮ জুন ২০১৬ সকাল ১০:২০
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সকলেরই আসলে দ্বীনদার মুত্তাকী খোঁজা উচিত।
১৮ জুন ২০১৬ দুপুর ১২:৫০
309153
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy
377878
২৪ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:০৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File