জগাখিচুরী

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:১৩:৩৮ সকাল

প্রায় দুই মাস পর টুডে ব্লগে হাজিরা Winking শুধু টুডে ব্লগই নয় এই দুই মাস আছি অনেক কাজ থেকে দূরে । দুই মাস বড়ই দীর্ঘ সময় কিন্তু আমার কাছে মনে হলো দ্রুত শেষ হয়ে গেলো সময়টা । তবে আমিও চাই দ্রুত শেষ হোক ফেব্রুয়ারীটা । জানুয়ারী-ফেব্রুয়ারী "অনুরোধের মাস" । যেখানে খাওয়ার সময় পাই না সেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে হচ্ছে ফালতু কাজে । ফালতুই বলতে হবে অন্তত আমার কাছে ফালতু কাজই । যাদের খেয়ে কোন কাজ নেই ,অফুরান্ত সময় তাদের কাজগুলো করতে হচ্ছে আমায় । পারছি না বলতে এবং সইতে । কারন "কথা যে দিয়েছি" । অনুরোধ রাখতে পথের ফকির হলেও করার কিছু নাই ।

ফেব্রুয়ারী মাসজুড়ে চলছে বইমেলা । আছি আমিও । আপনাদের পাশেই । আমাকে দেখুন আর না দেখুন আমি ঠিকই দেখছি । Happy নতুন পুরাতন কিছু লেখক কিছু ব্লগার কিছু পাঠকের সাথে পরিচয় হলো । যাহা ইমারজেন্সি বলে মনে করি নি কখনো । তবে কখনো ভালো কখনো বা বিরক্তিকর ঠেকেছিল । Smug

বইঘর থেকে একটি বই বেরিয়েছে "অসৎ নারীর পরিণতি" এটা দেখে জনৈক ম্যাম বলিলেন "অসৎ পুরুষের পরিণতি" নাই ? হাসিয়া জবাব দিলুম ম্যাম ইহার লেখক পুরুষ । "অসৎ পুরুষের পরিণতি" লিখতে কোন নারীকেই উদ্দ্যেগ নিতে হবে । ম্যাম বলিলেন সমান অধিকার হইলো না :/ মনটা চাইলো বলিতে "মেলার স্টলের কাজ চলছিল ২৫ তারিখ হইতে এই পাচদিন সেলফি তোলা ছাড়া আর কোন কাজ করা দেখিনি কোন মেয়েকে । কিন্তু গায়ে গতরে খেটে ঠিকই পরুষরা সুন্দর সুন্দর স্টল তৈরি করেছে" । এতো দিন পর এসেও পুরুষ অধিকার আন্দোলনের কথা বললাম বলে অনেকে দুঃখ পেতে পারেন । আপনার দুঃখে আমিও দুঃখিত হলুম ভাই Thinking

হাতে এতো পরিমান কাজ যে ইহা বলে বোঝাতে গেলে একখানা ১০ ফর্মার বই হবে । ওয়েব ডিজাইনের তালিকায় আছেঃ http://www.amaderboi.com এর নতুন সাইট । http://www.eksathei.com এর নতুন সাইট , আনকাবুত ফ্যাশনের সাইট এবং বাহিরের কিছু কাজ । এর ভিতরে বইঘরের http://www.boighorbd.com তো আছেই । আমিও আগের মতো কাজ কর্ম না করে শুধু সময় ব্যয় করছি খোলা বাজারের মিস্ত্রির মতো । আমার এক আংকল+স্যার বলিয়াছিলেন "মি,মে" পেশার লোকদের কথার সাথে কাজের মিল পাওয়া যায় না । মি=মিস্ত্রী , মে= মেকার Time Out আমি অবশ্য এতো নিচে নামি নি তবে কৌশলে এড়িয়ে যাচ্ছি ।কারন সময়ের বড়ই অভাব !

আমাদের বই ডট কম আসছে নতুন আঙ্গিকে । হ্যা সব কিছুতেই থাকবে নতুনত্ব আর প্রোফেশনালের ছাপ । আর আমি তো আছিই তবে আমার দায়িত্ব কিছুটা পরিবর্তন করা হচ্ছে । দরি হচ্ছে না নিচ্ছি । কারন আমার মেমরি কম । অল্প বয়সে এতো চাপ নিয়া পাবনা যেতে চাই না Chatterbox

সেদিন বইমেলায় ছিলাম । মোবাইলটা বেজে উঠলো আহমেদ বুখাতিরের জাওযাতির টোনে । যদিও এখনো আবিয়াত্তাই আছি তবে বে সম্পর্কীত সবকিছুই কেমন যেন টানে তাই রিংটোন Zawjati দেওয়া । এই চাপের ভিত্রে অবশ্য বে নিয়েও চাপের কমতি নেই । সেদিন টাওয়ারে ঢুকছিলাম দুই অগ্রজ সহ । তিনভাই একত্রে কোন একখানে গেলে আলাদা মগা (মজা) পাওয়া যায় Cheer ঢুকতেই প্রিয় এক শাইখ ডাকিলেন মুসা ভাই শোনেন । কাছে গিয়ে সালামের পরেই উনি বলিলেন ইন্টারভিউ দিতে যেতে হবে Call Me মেলার পরে । অগ্রজের সামনে ইন্টারভিউয়ের কথা বলিয়া শাইখ যে আমায় কতোখানি loggai (লজ্জাই) ফালাইয়া দিলেন তা ভেবে আর লজ্জা পেতে চাই না ।

ওদিকে আরেক ভাই পাত্রী রেডি করে রেখে দাওয়াত দিয়েছেন Cool ভয়ে যাইতে পারছি না । নিজের তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার স্যাপার আছে নাকি । গিয়ে পছন্দ না হলেও যদি জোর করে দিয়ে দেয় Day Dreaming এই ভয়ে সেই রাস্তা মাড়াতে ভয় পাচ্ছি ।

আচ্ছা খিচুরির আর কিছু বাদ পড়লো নাকি ?

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

হ্যা পড়েছে "জগা" । এবার সামনে নিয়ে জগা । তাইলেই জগা খিচুরী হয়ে যাবে । আপনি পোস্ট পড়লেও আমি স্বার্থক না পড়লেও স্বার্থক Big Grin কারন খিচুরীর সুবাস নাকে পেয়েছি । আপু খিচুরী রান্না করছে Oh go On Oh go On Oh go On

বিষয়: বিবিধ

১৬৪৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360478
২৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বে বে করতে করতে এই ছেলেটার সারা জিবনই দেখি নষ্ট হইল!!
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৮
298777
মুসা বিন মোস্তফা লিখেছেন : তাই সবিনয়ে অনুরোধ করছি এই সেলেটিকে দ্রুত বে করার ব্যবস্থা করিয়া গীবনটা বাচানোর ব্যবস্থা করুন MOney Eyes
360506
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৬
শেখের পোলা লিখেছেন : আপুর রান্না খিচুড়িতে কিন্তু 'জগা' পাবেন না৷
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৮
298778
মুসা বিন মোস্তফা লিখেছেন : হেহেহেহে
360521
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:২২
গাজী সালাউদ্দিন লিখেছেন : দম দমা হুজুর সব কিছুর আগে পরে খালি খিচুড়ির গন্ধই নাকে পায়! তামশা!
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০৮
298788
মুসা বিন মোস্তফা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
360523
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া।

মনের অব্যক্ত কথামালা জগা খিচুড়ির মধ্যে ভালই জমিয়ে লিখেছেন দেখছি......

তবে বে করতে গিয়ে আবার জগা খিচুড়ি পাকিয়েন না।
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০৯
298789
মুসা বিন মোস্তফা লিখেছেন : ওয়া আলাইকুম আচ্ছালাম । আপু কেমন আছেন ? দোয়া করবেন যেন বে'র ব্যাপার জগাখিচুড়ী থেকে সাবধান থাকতে পারি । Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:২৭
298796
সন্ধাতারা লিখেছেন : জ্বি ভালো আছি আলহামদুলিল্লাহ্‌!

শুভ কাজে প্রাণভরা দোয়া থাকবে ইনশাল্লাহ।
360526
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।
বেশ উপভোগ করলাম আপনার খিচুড়ি এবং জগাখিচুড়ি! Happy Praying

বইমেলায় আপনাদের ব্যাপক কাটতির শুভকামনা রইলো Happy
361182
০২ মার্চ ২০১৬ রাত ১১:৪১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সত্যি ভালো লাগল খুব দারুন লিখেছেন
অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File